ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পেলের নামে বিশ্বের প্রতিটি দেশে স্টেডিয়াম চাইবে ফিফা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
পেলের নামে বিশ্বের প্রতিটি দেশে স্টেডিয়াম চাইবে ফিফা

ফুটবলের ‘কালো মানিক’ পেলে বিদায় নিয়েছেন পৃথিবী থেকে। তবে ফুটবলপ্রেমীদের হৃদয়ে তিনি অমর।

কারণ, কীর্তিমানের মৃত্যু নেই।

তবুও নশ্বর দেহকে বিদায় জানাতেই হয়। কিংবদন্তির প্রতি শেষ শ্রদ্ধার অনুষ্ঠানকে ঘিরে সান্তোসে বইছে শোকের আবহ। ব্রাজিলের ভিলা বেলমিরো স্টেডিয়ামে পেলেকে বিদায় জানাতে সোমবার দিনভর ভিড় জমান ব্রাজিলিয়ানরা।

আর সেখানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দাঁড়িয়ে অনুরোধ করলেন, প্রতিটি দেশে পেলের নামে স্টেডিয়াম দেখতে চান তিনি।

তার এ অনুরোধ অনেকটা দাবির মতোই শোনালো। ফিফা সভাপতি বললেন, ‘পেলে চিরন্তন। ‘রাজার’ প্রাপ্য সম্মান অবশ্যই ফিফা দেবে। আমরা বিশ্বের সব ফুটবল ফেডারেশনকে প্রতিটি ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করতে বলেছি। ২১১টি দেশকে বলেছি, তাদের একটি স্টেডিয়ামের নামকরণ যেন পেলের নামে করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের জানতে হবে এবং মনে রাখতে হবে যে পেলে কে ছিলেন। ’

ইতিহাসের একমাত্র খেলোয়াড় পেলে যিনি তিনটি বিশ্বকাপ জিতেছেন।  ব্রাজিলের মহানায়ক এক হাজারেরও বেশি গোল করেছেন।  

কাতার বিশ্বকাপের চলাকালীন অসুস্থ হয়ে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি ছিলেন পেলে।

গত বৃহস্পতিবার ৮২ বছর বয়সে মারা যান তিনি।

ভিলা বেলমিরো স্টেডিয়ামের কেন্দ্রস্থলে রাখা হয়েছে কিংবদন্তি ফুটবলারের কফিন। ভক্তরা মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত তাকে শ্রদ্ধা জানাতে পারেন। এরপর পেলেকে নেওয়া হবে তার শতবর্ষী মা দোনা সেলেস্তের বাড়িতে। মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায় কেবলমাত্র পরিবারের উপস্থিতিতে সমাহিত করা হবে কিংবদন্তি এই ফুটবলারকে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ০২,২০২২
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।