ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

২০২৬ পর্যন্ত পিএসজির সঙ্গে থাকছেন ভেরাত্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
২০২৬ পর্যন্ত পিএসজির সঙ্গে থাকছেন ভেরাত্তি

ফরাসি জায়ান্ট পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন দলটির ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তি। ২০২৬ সাল পর্যন্ত লিওনেল মেসি-নেইমার জুনিয়রদের সঙ্গে থাকছেন তিনি।

 

বুধবার রাতে এক বিবৃতিতে পিএসজি জানায়, ভেরাত্তির সঙ্গে দুই বছরের জন্য চুক্তি নবায়ন করা হয়েছে। চুক্তি নবায়ন করতে পেরে উচ্ছ্বসিত ইতালিয়ান এই মিডফিল্ডার। তিনি বলেন, ‘চুক্তির মেয়াদ বাড়াতে পেরে আমি গর্বিত অনুভব করছি। আমি এখানে শুরু থেকেই ক্লাব ও সমর্থকদের অনেক সমর্থন পেয়েছি এবং এজন্য আমি কৃতজ্ঞ। এই ক্লাবে আমার গল্পটা যে আরও দীর্ঘ হবে, বিষয়টা আমার কাছে আগে থেকেই পরিষ্কার ছিল। ’

ফরাসি ক্লাবটিতে ভেরাত্তি যোগ দেন ২০১২ সালে; ইতালির দ্বিতীয় সারির ক্লাব পেসকারা থেকে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।