ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ফুটবল

কুমিল্লার জালে কিংসের মেয়েদের ১২ গোল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
কুমিল্লার জালে কিংসের মেয়েদের ১২ গোল ফাইল ছবি

বসুন্ধরা গ্রুপ নারী ফুটবল লিগে নিজেদের আধিপত্য ধরে রেখেছে বসুন্ধরা কিংস নারী দল। কুমিল্লা ইউনাইটেডকে ১২-০ গোলে উড়িয়ে দিয়েছে সাবিনারা।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথমার্ধেই ৯-০ গোলে এগিয়ে যায় বসুন্ধরা। ম্যাচে দলের হয়ে হ্যাটট্রিক করেছেন সানজিদা। জোড়া গোল করেছেন মারজিয়া এবং সিরাত জাহান স্বপ্না। একটি করে গোল করেছেন মারিয়া, সাবিনা, শিউলি, মাসুরা এবং ঋতুপর্ণা।

ম্যাচের দুই মিনিটেই মারজিয়ার গোলে এগিয়ে যায় বসুন্ধরা। নবম মিনিটে ব্যাবধান দ্বিগুন করেন তিনি। এরপর ১৮, ২৬ ও ৪৫ মিনিটে হ্যাটট্রিক পূরণ করনে সানজিদা। ৩৩ ও ৩৯ মিনিটে জোড়া গোল করেন স্বপ্না। এছাড়া প্রথমার্ধে বাকি দুই গোল করেন সাবিনা (২০), শিউলি (২৩)।

প্রথমার্ধে ৯-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বসুন্ধরা। দ্বিতীয়ার্ধে তিন গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন মারিয়া (৫০), মাসুরা (৫৭), ঋতুপর্ণা।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।