ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ফুটবল

পেনাল্টি নিয়ে দ্বিমত, কিন্তু মেসিকেই বিশ্বসেরা মানছেন তারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
পেনাল্টি নিয়ে দ্বিমত, কিন্তু মেসিকেই বিশ্বসেরা মানছেন তারা

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল ক্রোয়েশিয়া। তবে সেমিফাইনালের লড়াইয়ে লাতিন পরাশক্তি আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হেরে যাওয়ায় সে আশায় জলাঞ্জলি।

স্বপ্নভঙ্গের ম্যাচে বাজে রেফারিং নিয়ে ক্ষোভ ঝেড়েছেন ক্রোয়েশিয়া অধিনায়ক লুকা মদ্রিচ। তবে ভিন্ন সুর দলের কোচ জ্লাতকো দালিচের কণ্ঠে। পেনাল্টি এবং রেফারিং নিয়ে কোনও অভিযোগ নেই তার। এই দিকে দুজনের ভিন্ন মত হলেও এক বিন্দুতে এসে মিলেছেন দুজনই। তাদের দুজনের মতেই সেরা ফুটবলার লিওনেল মেসি।

আর্জেন্টিনার শুরুটা ভালো হয়নি। বল পায়ে রাখতেই হিমশিম খাচ্ছিল আর্জেন্টিনা। কিন্তু হঠাৎই দৃশ্যপটের পরিবর্তন। পেনাল্টি পেয়ে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি প্রথম গোল করেন। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাদের। আলভারেজ করেন দুর্দান্ত এক গোল। ৬৯ মিনিটে মেসি ম্যাজিক দেখল ফুটবল বিশ্ব। আলভারেজকে দিয়ে গোল করিয়ে ক্রোয়েশিয়ার ম্যাচে ফেরার সম্ভাবনা একদমই শেষ করে দিলেন।

ম্যাচ শেষে দালিচ বলেন, ‘মেসি বিশ্বের সেরা ফুটবলার, সে খুবই বিপজ্জনক ও তার সামর্থ্যও রয়েছে। সব কৌশল তার জানা এবং এমন শীর্ষ পর্যায়ের ম্যাচে নিজেকে মেলে ধরার সামর্থ্যও তার আছে। এটাই সত্যিকারের মেসি, যাকে দেখার প্রত্যাশা থাকে সবার। আজকে তারা চারজন মিডফিল্ডার নিয়ে মাঝমাঠ সাজিয়েছিল এবং আমরা চেষ্টা করেছি আক্রমণাত্মক ফুটবল খেলতে। তবে মেসির একটা মুভেই পার্থক্য গড়ে দিতে পারে, তৃতীয় গোলটিতে যেমন করেছে। ’

আর্জেন্টিনার পাওয়া পেনাল্টি নিয়ে কিছুটা বিতর্ক আছে। রেফারির সে সিদ্ধান্ত নিয়ে ‘সংশয়’ আছে দালিচের মনেও। তবে এটা নিয়ে কোনো অভিযোগ নেই তার। উল্টো আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়েছেন এই কোচ, ‘ফাইনালে ওঠার জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন। মাঝেমধ্যে ভাগ্য আপনার সঙ্গে থাকে, মাঝেমধ্যে থাকে না। ফুটবল এমনই। আমাদের কোনো অভিযোগ নেই। ’

নিজের শেষ বিশ্বকাপ খেলতে এসে সেমিফাইনালের আগ পর্যন্ত দারুণ খেলেছিলেন মদ্রিচ। এই ম্যাচে রেফারি হিসেবে ছিলেন ইতালির দানিয়েল ওরসাতো। ম্যাচ শেষে এই রিয়াল মাদ্রিদ তারকা বলেন, ‘যোগ্য দল হিসেবেই আর্জেন্টিনা জিতেছে, তারা আমাদের থেকে ভালো দল ছিল, তারা অবশ্যই জয়ের দাবিদার। কিন্তু কিছু জিনিস সম্পর্কে আমার বলা উচিত, যা আমি সচরাচর বলি না। ’

ম্যাচের প্রথমার্ধে হুলিয়ান আলভারেজকে ফাউল করার কারণে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। যেটি নিয়েই নাখোশ এই ৩৭ বছর বয়সী মিডফিল্ডার। দলের কোচ নিজের অসন্তোষ প্রকাশে কিছুটা রাখ-ঢাক রাখলেও রেফারিং নিয়ে খোলামেলা আলোচনাই করেছেন লুকা। তিনি বলেন, ‘আমি রেফারি নিয়ে কথা বলতে চাই না, কারণ এটা আমার দেখা সবচেয়ে বাজে রেফারিং। আমার কোন ভালো অভিজ্ঞতা নেই তার সাথে। ঐটা পেনাল্টি ছিল না। ’

পেনাল্টিটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে মদ্রিচ জানান, ‘আমি আর্জেন্টিনাকে খাটো করছি না কিন্তু পেনাল্টিটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। আর্জেন্টিনা দলের বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার রয়েছে। নিঃসন্দেহে সে যেকোনও মুহুর্তে ম্যাচ ঘুড়িয়ে দিতে পারে। আমাদের তৃতীয় হওয়ার জন্য এখন লড়াই করতে হবে এবং জিততে হবে। ’

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।