ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ফুটবল

মেসিদের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে দিতে প্রস্তুত ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
মেসিদের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে দিতে প্রস্তুত ক্রোয়েশিয়া

ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে সেমিফাইনালে উঠেছে ক্রোয়োশিয়া। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা।

দলের সেরা তারকা লিওনেল মেসির জন্য একটি বিশ্বকাপ জয়ের জন্য মরিয়া আর্জেন্টিনা। ম্যাচের আগে মেসির আর্জেন্টিনাকে একপ্রকার হুঁশিয়ারিই দিয়ে রাখল ক্রোয়েশিয়া।

সেমিফাইনালে মেসিকে নিয়ে কোনও বাড়তি পরিকল্পনা নেই বলে জানিয়েছে ক্রোয়েশিয়া। ম্যান-টু-ম্যান মার্কিং নিয়ে কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছে ক্রোয়েশিয়া। তাদের পরিকল্পনা পুরো দল নিয়ে। ক্রোয়েশিয়ার স্ট্রাইকার ব্রুনো পেতকোভিচ বলেন, ‘আমাদের মেসিকে নিয়ে কোনও বাড়তি পরিকল্পনা নেই। আমরা একক কোনও খেলোয়াড় নিয়ে ভাবছি না। পুরো দলকে আটকানোর পরিকল্পনা করছি। ’ 

তিনি আরও বলেন, ‘আমরা দল হিসেবে তাদের ঠেকাতে চেষ্টা করবো। ম্যান-মার্কিং নিয়ে ভাবছি না। আর্জেন্টিনা মানেই শুধু মেসি না। তাদের দলে বেশ কিছু ভালো ফুটবলার রয়েছে। আমাদের পুরো আর্জেন্টিনা দলকে রুখে দিতে হবে। ’ 

২০১৮ সালে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছিল ক্রোয়োশিয়ার। এবার টানা দ্বিতীয় ফাইনালে উঠার মিশনে রয়েছে ক্রোয়েশিয়া। এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে তারা। ব্রাজিলকে বিদায় করার পর আর্জেন্টিনাকে বিদায় করতে প্রস্তুত তারা। এমনটাই জানিয়েছেন ব্রুনো।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।