ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ফুটবল

শুরুর একাদশেই ফিরতে পারেন ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
শুরুর একাদশেই ফিরতে পারেন ডি মারিয়া

কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে আজ (০৯ ডিসেম্বর) নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১ টায় কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল।

ম্যাচের আগে ইনজুরি ভাবাচ্ছে স্কালোনিকে। এর মধ্যেই আশার সংবাদ আর্জেন্টিনা শিবিরে। এই ম্যাচে দলের গুরুত্বপূর্ণ ফুটবলার ডি মারিয়া ফিরতে পারেন মূল একাদশে।  

আগেই অনুশীলনে ফিরেছেন ডি মারিয়া। সব ঠিক থাকলে, কোয়ার্টার ফাইনালের শুরু থেকেই হয়তো খেলবেন তিনি। এই উইঙ্গারকে ছাড়া অস্ট্রেলিয়া ম্যাচে ভুগেছে আলবিসেলেস্তেরা। ডি মারিয়া শুরুর একাদশে থাকলে বাদ পড়তে পারেন পাপু গোমেজ। যদিও লাওতারো মার্টিনেসকে শুরুর একাদশে রাখা হতে পারে বলেও শোনা যাচ্ছে।

এদিকে গত দুইদিন ধরেই গুঞ্জন, হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন ডি পল। শঙ্কায় আছে নেদারল্যান্ডসের ম্যাচে খেলতে পারবেন কিনা। তবে সব গুঞ্জন তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ডি পল জানিয়েছেন, ঠিক আছেন তিনি। ফলে আর্জেন্টিনার মিডফিল্ডের মূল ভরসাকে পেয়ে খুশিই হবেন কোচ স্কালোনি।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।