ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ফুটবল

ক্রোয়েশিয়ার বিপক্ষে সান্দ্রোকে নিয়ে আশাবাদী তিতে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
ক্রোয়েশিয়ার বিপক্ষে সান্দ্রোকে নিয়ে আশাবাদী তিতে

এবারের বিশ্বকাপে ইনজুরি ভাবাচ্ছে ব্রাজিলকে। নেইমার-দানিলো-আলেক্স সান্দ্রোর মত তারকা ফুটবলারের চোটের কারণে ভুগতে হচ্ছে ব্রাজিলকে।

ইতোমধ্যেই শেষ ষোলোর ম্যাচে ইনজুরি কাটিয়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন নেইমার এবং দানিলো। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আলেক্স সান্দ্রোকে ফেরানোর ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল কোচ তিতে।

আলেক্স সান্দ্রোকে স্কোয়াডে নেওয়ার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়েছেন তিতে। সান্দ্রো ইনজুরি থেকে রিকভার করেছেন জানিয়ে তিনি বলেন, ‘সান্দ্রো আগের চাইতে সুস্থ আছেন। ইনজুরি কাটিয়ে উঠেছেন তিনি। নেইমার-দানিলো ইতোমধ্যেই চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন। তবে তাদের ইনজুরি ভিন্ন। সান্দ্রোর ইনজুরি ভিন্ন। ’

সান্দ্রো ইনজুরি থেকে সুস্থ হলেও এখনোও পুরোপুরি অনুশীলনে অংশগ্রহণ করেননি। তিতে বলেন, ‘সান্দ্রো ইনজুরি কাটিয়ে উঠেছেন। তবে এখনও পুরোপুরি অনুশীলনে অংশগ্রহণ করেননি। তাকে ভারী অনুশীলন করানো হয়নি। ফলে এখনই তাকে নিয়ে নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না। ’

তিতে আরও বলেন, ‘সান্দ্রোকে দলে নিতে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবো। পুরোপুরি ফিট হলেই তাকে মাঠে নামানো হবে। তাকে নিয়ে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। ’

সান্দ্রো মাঠে নামতে না পারলে দক্ষিণ কোরিয়া ম্যাচে মাঠে নামা একাদশই খেলবে বলে জানিয়েছেন তিতে। সান্দ্রোর পরিবর্তে দানিলো লেফটব্যাক পজিশনে খেলবেন। রাইট ব্যাকে খেলবেন এদার মিলিতাও।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২২
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।