ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ফুটবল

‘ব্রাজিলের আনন্দ দেখে কিছু মানুষ বিরক্ত হয়’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
‘ব্রাজিলের আনন্দ দেখে কিছু মানুষ বিরক্ত হয়’

সাম্বা ছন্দে তাল মেলানো ব্রাজিলকে দেখতে মুখিয়ে থাকেন অনেকেই। তবে কিছু মানুষ আবার বিরক্তও হন।

ঠিক যেমন আয়ারল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রয় কিন। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রতিটি গোলের পর নেইমার-ভিনিসিয়ুসদের নাচ দেখে ক্ষেপে যান তিনি। এমন নাচ প্রতিপক্ষের জন্য অসম্মানজনক বলে মনে করেন এই ফুটবল পণ্ডিত।

তবে সমালোচনা যতই হোক নাচ ছাড়ছেন না ভিনিসিয়ুস। আশা করছেন ফাইনাল পর্যন্ত তা অব্যাহত রাখতে পারবেন তিনি, ‘ফুটবলে গোলই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। বিশ্বকাপে আমরা খেলোয়াড়রা ও পুরো দেশ খুবই খুশি। আমাদের প্রচুর উদযাপন করা বাকি আছে এখনো । আশা করি প্রচুর নাচতে পারব এবং ছন্দ ধরে রেখে ফাইনালে পৌঁছাতে পারব। ’

ভিনিসিয়ুস আরো বলেন, ‘কাউকে খুশি দেখলেই মানুষ অভিযোগ করা শুরু করে। আমরা ব্রাজিলিয়ান সবসময় আমোদপ্রিয় মানুষ। তাই সবসময়ই আমাদের দেখে বিরক্ত হয় কিছু লোক। ’

হেক্সা জয়ের মিশনে ব্রাজিলের প্রাণভোমরা নেইমার। প্রত্যাশার চাপটাও তাকে নিয়ে খুব বেশি। তবে ভিনিসিয়ুস জানালেন প্রত্যেককেই সমান দায়িত্ব ভাগাভাগি করে দেওয়া হয়েছে।
২১ বছর বয়সি এই ফরোয়ার্ড বলেন, ‘আমরা এখানে ২৬ জন খেলোয়াড় আছি এবং প্রত্যেকেই দায়িত্বের অংশ তাই কারো একার পক্ষে তা খুব বেশি ভারী নয়। যারা আরো বেশি খেলবে, তাদের আরো বেশি দায়িত্ব থাকবে। কিন্তু কেউই দায়িত্বহীন নয়, আমি দায়িত্বকে ভয় পাই না। গোল করার পাশাপাশি রক্ষণে নেমেও নিজের সেরাটা দিয়ে আমি দলের সাহায্য করতে চাই, যা খুবই গুরুত্বপূর্ণ। ’

নেইমারের সঙ্গে আলাপ নিয়ে ভিনিসিয়ুস বলেন, ‘নেইমার আমাকে বলেছিল যে বিশ্বকাপ অন্যান্য টুর্নামেন্টের চেয়ে আলাদা এবং এখন আমি সেটা অনুভব করছি। আমি জানি আমাদের দেশে বিশ্বকাপ কতটা গুরুত্বপূর্ণ। আমি সবসময়ই সেই পরামর্শ মেনে চলি। যখন জাতীয় সংগীত চলে, তখন দেখেছিলাম বিশ্বকাপে দেশের হয়ে খেলার পার্থক্যটা কী। ’

এদিকে কোয়ার্টার ফাইনালে আগামীকাল বাংলাদেশ সময় রাত ৯টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

বাংলাদেশ সময় : ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২২

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।