ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ফুটবল

ফিলিস্তিনের পতাকা হাতে ঐতিহাসিক জয় উদযাপন মরক্কোর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
ফিলিস্তিনের পতাকা হাতে ঐতিহাসিক জয় উদযাপন মরক্কোর

বিশ্বকাপে শুরুটা হয় ক্রোয়েশিয়ার মতো দলকে রুখে দিয়ে। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী বেলজিয়ামকে হারিয়ে বিশ্বের কাছে নিজেদের জানান দেয় মরক্কো।

তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ ছিল কানাডা, তাদেরও হারিয়ে দিল আফ্রিকান দলটি।  

‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’-এ মরক্কোর এবারের যাত্রা আরও দীর্ঘ হলো। আজ শেষ ষোলোতে এডুকেশন সিটি স্টেডিয়ামে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে স্পেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে দলটি। গড়ে ইতিহাস; প্রথমবারের মতো বিশ্বকাপের এই পর্বে খেলতে যাচ্ছে আশ্রাফ হাকিমি-হাকিম জিয়েখরা।

দুর্দান্ত এই জয় হাকিমিরা উদযাপন করলো ফিলিস্তিনের পতাকা হাতে। সেখানে মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদ জানাতে এর আগেও কানাডার বিপক্ষে ম্যাচে জয় উদযাপন করে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে। এবার এই ঐতিহাসিক জয়ও একইভাবে উদযাপন করে বিশ্বের সামনে ইসরায়েলের বর্বতার বিষয়টি সামনে এনেছে আফ্রিকান দেশটি।

বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।