ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ফুটবল

কিংস নারী দলের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
কিংস নারী দলের জয়

বসুন্ধরা গ্রুপ ওমেন্স ফুটবল লিগে জয় পেয়েছে বসুন্ধরা কিংস নারী দল। আজ (০৩ ডিসেম্বর) বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বরিশাল ফুটবল অ্যাকাডেমিকে ৫-০ গোলে হারিয়েছে তারা।

ম্যাচে জোড়া গোল করেছেন কৃষ্ণা রানী। এছাড়াও একটি করে গোল করছেন ঋতুপর্ণা চাকমা, সুমাইয়া এবং সামসুন্নাহার জুনিয়র। ম্যাচের ৪৪ মিনিটে কৃষ্ণার গোলে এগিয়ে যায় কিংস। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যাবধান দ্বিগুন করেন ঋতুপর্ণা।  

ম্যাচের ৬০ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন কৃষ্ণা। পুরোম্যাচেই নিজেদের আধিপত্য বিস্তার করে খেলেছে বসুন্ধরা কিংস। ম্যাচের ৮৫ মিনিটে সুমাইয়া এবং ৮৬ মিনিটে সামসুন্নাহার জুনিয়রের গোলে ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস নারী দল।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২২
এআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।