ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

ফিচার

বিজয়ের রঙে রাঙা রাজধানী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
বিজয়ের রঙে রাঙা রাজধানী বিজয় দিবসের আলোকসজ্জার একাংশ। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: শহরজুড়ে যেন রঙের মেলা। ভোর থেকে বিকেল অব্দি এলোমেলো বাতাসে ফেরিওয়ালার হাতে উড়ে বেড়াচ্ছিলো লাল-সবুজের পতাকা। রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা নামতেই সেই লাল-সবুজের রঙের আভা ছুঁয়ে গেলো বিশাল সব অট্টালিকায়।

রোববার বিজয়ের দিবসের আগের রাতে এমনই দৃশ্য দেখা যায় রাজধানীতে। মেট্রোরেলের কারণে ভঙ্গুর সড়ক দিয়ে হাঁটতে মন ভালো করে দেয় বিজয় দিবসের আলোকসজ্জা।

বিজয় দিবসের আলোকসজ্জার একাংশ।  ছবি: শাকিল আহমেদ

বিজয় দিবসের আলোকসজ্জার একাংশ। ছবি: শাকিল আহমেদ

এই যেমন মতিঝিলের শাপলা চত্বরে দাঁড়ালে নজরে পড়ে বাংলাদেশ ব্যাংকের বিশাল ভবন। ক্রংকিটের ভবনজুড়ে এখন বর্ণিত হচ্ছে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। আলোকসজ্জার কারসাজিতে কখনও জাতির পিতা ডাক দিচ্ছেন- ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। কখনও আবার অস্ত্র হাতে দেশমাতৃকাকে রক্ষার জন্য ছুটে চলছেন মুক্তিযোদ্ধারা। বিজয় দিবসের আলোকসজ্জার একাংশ।  ছবি: শাকিল আহমেদ

বিজয় দিবসের আলোকসজ্জার একাংশ। ছবি: শাকিল আহমেদ

বিজয়ের রঙের আভা ছুঁয়ে গেছে মতিঝিলের বলাকা ভবনেও। শ্বেতশুভ্র ভবনের গা জুড়ে এখন লাল-সবুজের রঙ।

রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় সরেজমিনে রাজধানী ঘুরে দেখা যায়, দারুণ দৃশ্যের। সচিবালয়ের বিশালাকৃতির ভবনগুলো রূপ নিয়েছে রঙের ভবনে। যে ছোঁয়া লেগেছে পার্শ্ববর্তী জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বিদ্যুৎ ভবনের গায়েও। বিজয় দিবসের আলোকসজ্জার একাংশ।  ছবি: শাকিল আহমেদ

বিজয় দিবসের আলোকসজ্জার একাংশ। ছবি: শাকিল আহমেদ

প্রধান আইনালয় সুপ্রিম কোর্টও এখন সজ্জিত বিজয়ের রঙে। এর পাশাপাশি রাজউক ভবন, খাদ্য, রেল ভবন, পুলিশ হেডকোয়ার্টার, নগর ভবনের গায়েও লেগেছে বিজয়ের রঙ।

জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ফার্মগেট পর্যন্ত পিচঢালা পথটা ধরে হাঁটলে সারাদিনের ক্লান্তিকর কাজ করা মানুষটির মনও ভালো হয়ে যাবে। সড়কদ্বীপগুলোতে বিজয়ের দিবসের নানা ফেস্টুন। বিজয় দিবসের আলোকসজ্জার একাংশ।  ছবি: শাকিল আহমেদ

বিজয় দিবসের আলোকসজ্জার একাংশ। ছবি: শাকিল আহমেদ

যাতে বর্ণিত ইতিহাস। আর গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে উড়ছে জাতীয় পতাকা। রাজধানীর বিভিন্ন বাসাবাড়ি ও ব্যক্তিগত গাড়ি ও সরকারি অফিসে দেখা যায় লাল-সবুজের পতাকা। লাল-সবুজের পতাকা উত্তোলন থেকে বাদ যায়নি রিকশা ও পিকআপভ্যানগুলো।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
ডিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।