ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

ফিচার

বিড়াল দিয়ে ব্রেকফাস্ট সারলো মস্ত অজগর! (ভিডিওসহ)

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
বিড়াল দিয়ে ব্রেকফাস্ট সারলো মস্ত অজগর! (ভিডিওসহ)

ঢাকা: বাড়িতে অজগর হানা দেওয়ার বিপত্তি কেমন হতে পারে তা নিশ্চয়ই কল্পনা করতে পারেন। এর ওপর যদি পরম স্নেহের বিড়ালটিকেও চোখের সামনে সাবাড় করে উটকো আপদ অজগরটি, তাহলে তা কতটা লোমহর্ষক ঘটনা সে বলার বাকি রাখে না।


undefined


অস্ট্রেলিয়ায় দুই মিটার লম্বা অজগর সকালবেলা বাড়ির পেছনের উঠোনে পোষা বিড়ালটিকে কব্জা করে। বাড়িতে অজগরের অস্তিত্ব টের পেয়ে খবর দেওয়া হয় ব্রিজবেন সাপ শিকারি জেন টোরকোল‍াকে।

undefined


কিন্তু ততক্ষণে সাপটি বিড়ালের মাথা গ্রাস করে ফেলেছে ও নিজের শরীর দিয়ে বিড়ালের দেহ পেঁচিয়ে ধরেছে।
সাপের শরীরে এলাস্টিসিটি রয়েছে বলে সে আস্ত প্রাণী সহজভাবেই গিলে ফেলতে পারে। ধীরে ধীরে পা-সহ লেজ পর্যন্ত গিলে ফেললো বিড়ালটিকে।

undefined


টোরকোলা জানান, রাতেবেলা বিড়ালদের ঘরে রাখার এটিও একটি কারণ।
অজগরটি সবেমাত্র গিলেছে, তার মুখ এখনও সমান্তরালে ফিরে আসেনি। টোরকলা তার এক সহকর্মীকে বলেন সাপটিকে পর্যবেক্ষণে রাখতে।  

undefined


তাকে শুধু ব্রেকফাস্ট সারতে দাও। তারপর না হয় ধরা যাবে! জানান টোরকলা।

তথ্যসূত্র: ইন্টারনেট।



বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।