ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

ফিচার

বালতি ভরে পানি পান শ্বেত ভাল্লুকের

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
বালতি ভরে পানি পান শ্বেত ভাল্লুকের ছবি: সংগৃহীত

ঢাকা: আহারে! বড্ড পিপাসা পেয়েছে শ্বেত ভাল্লুকটার। বালতি ভরে জল খাচ্ছে সে।

পুরো মানুষের কায়দায়।

রাশিয়ার মস্কো চিড়িয়াখানায় পোলার বিয়ার নীল বালতি দিয়ে খেলা করছিলো।

undefined


ভাল্লুকটি চারদিকে পানি ছিটিয়ে খেলার সময় সৌখিন আলোকচিত্রী ওলগা ডিমিত্রিয়েভা তার ছবি তোলেন।

undefined


যখনই ওলগা স্ন্যাপ নেওয়া বন্ধ করলেন, তখনই ভাল্লুকটি এক বালতি পানি ভরে গোগ্রাসে গিলতে আরম্ভ করলো।

undefined


ওলগা পেশায় মার্শাল আর্ট প্রশিক্ষক। তিনি বলেন, পোলার বিয়ার আমার খুব পছন্দের। ওদের ছবি তোলা আমার শখ।

undefined


ভাল্লুকটি বালতি নিয়ে খেলছিলো। পানি খাচ্ছিলো। তাকে দেখে মনে হচ্ছিলো একটা শিশু তার নতুন খেলনা পেয়ে পরম অ‍ানন্দে মনের মতো খেলছে। জানান ওলগা।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
এস‌এমএন/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।