ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

ফিচার

ফটোগ্রাফারের সঙ্গী যখন প্রাণী!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
ফটোগ্রাফারের সঙ্গী যখন প্রাণী!

ঢাকা: প্রাণিজগতের বৈচিত্র্যময় একেকটি ছবি তুলতে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফারদের করতে হয় অনেক পরিশ্রম। বনে-জঙ্গলে একা একা ঘুরে বেড়ানো রোমাঞ্চকর অভিজ্ঞতা হলেও, সময়-অসময়ে ফটোগ্রাফারদের এক‍া লাগে।



কখনও অপ্রত্যাশিতভাবেই তারা আমন্ত্রিত হন বনবাসীদের কাছ থেকে। বনের প্রাণীরা উৎসাহ নিয়ে ফটোগ্রাফারদের ছবি তোলা দেখে। গা ঘেঁসে বসে জাগায় অন্যরকম উন্মাদনা।

ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফারদের সঙ্গ দেওয়া প্রাণীদের কিছু ছবি নিয়ে এবারের আয়োজন।

undefined


ফটোগ্রাফার দূরের কোনো ছবি তোলার সময় লেন্সের উপর দাঁড়িয়ে রেকুন বোধহয় দূরত্ব মাপছিলো।

undefined


শুকনো ঘাসে উপুড় হয়ে ফটোগ্রাফারের ক্যামেরায় চিতাও বুঝি চোখ রাখলো।

undefined


নুড়িতে শুয়ে ছবি তোলার সময় পেছন থেকে আদুরে সিলটাও উঁকি দিলো ফটোগ্রাফারের পিঠের ওপর থেকে!

undefined


এই ফটোগ্রাফারের দুই সঙ্গী। পিঠের উপর হরিণছানা আর পাশে কুকুরছানা!

undefined


একরাশ তুষারকণা গায়ে মেখে ক্যামেরার স্ক্রিনে মনোযোগী কমলা শিয়াল!

ছবি: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এসএমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।