ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

ফিচার

৬ পিটবুলের মাস্টার ৪ বছরের শিশু!

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
৬ পিটবুলের মাস্টার ৪ বছরের শিশু!

পোষা প্রাণীকে আদর করে খাওয়াতে সব শিশুই ভীষণ ভালোবাসে। কিন্তু মাত্র চার বছর বয়সে মোটাসোটা পিটবুল প্রজাতির কুকুরকে দেখাশোনা ও খাওয়ানো কম পারদর্শিতার কথা নয়!

হুম এমনই এক মিষ্টি ঘটনার জন্ম দিয়েছে আমেরিকার চার বছর বয়সী এক ছোট্ট মেয়ে।



ভেবে দেখুন তো! চার বছরের এক ছোট্ট শিশু ছয়টি ক্ষুধার্ত কুকুরকে খাওয়াচ্ছে। প্রতিটি কুকুরই মেয়েটির তুলনায় বড় ও কয়েকগুণ বেশি শক্তিশালী। কিন্তু ছোট্ট সেই শিশুটি বেশ দাপট আর উৎসাহ নিয়েই নিয়ন্ত্রণ করছে কুকুরগুলোকে। ইউটিউবে প্রকাশিত এই ভিডিওটি দেখেছে প্রায় একলাখ বিশ হাজার লোক।

দলবদ্ধ কুকুরগুলোকে হাতের ইশারায় সে বুঝিয়ে দিচ্ছে কীভাবে শান্তিপূর্ণভাবে খাবার খেতে হবে। ভিডিও ধারণকারী ব্যক্তিটি খাওয়ার সময় ঘোষণা করে শিশুটিকে কুকুরগুলোকে সামনে আসার নির্দেশ দিতে বলেন। তার কথামতো মেয়েটি কুকুরগুলিকে একে একে সামনে আসতে বলে ও নির্দেশ পালনের জন্য তাদের ধন্যবাদ জানায়।

undefined


২০ সেকেন্ড পর সে দেখে যে একটি কুকুর অন্যদের তুলনায় পেছনে পড়ে গেছে। তাই সে হাততালি দিয়ে কুকুরটিকে সামনে আসার নির্দেশ দেয়। কুকুরটি সামনে এলে আরেকবার হাততালি দিয়ে বসার নির্দেশ দেয়। সব কুকুর বসে পড়লে সে মেঝেতে খাবার ঢেলে কুকুরদের প্রশ্ন করে- তোমরা খাওয়ার জন্য সবাই তৈরি? তোমরা কি ক্ষুধার্ত?

এরপর তিন গোনার সঙ্গে কুকুরগুলো চক্রাকারে বসে খাবার খেতে শুরু করে। ক্যামেরার পেছনের ব্যক্তি জানান, এমন আর কোথাও দেখা যায় নি। পিটবুলগুলো একসঙ্গে থাকে আর একসঙ্গেই খায়। আমরা একই পরিবারের সদস্য। চার বছর বয়সী মেয়েটিই এই কুকুদের নিয়ন্ত্রণ করে।

বাংলাদেশ সময়: ০২০১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।