ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বাইক্কা বিলে এসে গেছে ‘পরিযায়ী পাখি’

বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
বাইক্কা বিলে এসে গেছে ‘পরিযায়ী পাখি’

মৌলভীবাজার: কিচিরমিচির ডাক আর জলকেলিতে মুখরিত হচ্ছে বাইক্কা বিল মৎস্য অভয়াশ্রম। এটি মূলত দেশি প্রজাতি মাছের প্রজননকেন্দ্র এবং সরকার ঘোষিত মৎস্যসম্পদের নিরাপত্তার স্থান। একশত হেক্টর আয়তনের এ বাইক্কা বিল দেশের একটি সংরক্ষিত সমৃদ্ধ প্রাকৃতিক জলাভূমি।

প্রতি বছরের মতো এবারও সিলেটের প্রসিদ্ধ এ জলাভূমিতে এসে গেছে পরিযায়ী পাখিরা। পানিতে তাদের ভেসে বেড়ানো, ডাঙায় একত্রে চুপচাপ বসে থাকা কিংবা হঠাৎ একত্রে ডানা মেলে উড়ে যাওয়ার মধুময় এ দৃশ্যগুলো উপভোগ করতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন দেশি-বিদেশি পর্যটকরা।

পৃথিবীর উত্তর গোলার্ধের বরফজমা দেশগুলো থেকে কিছুদিন এশিয়ার বিভিন্ন জলাভূমি সমৃদ্ধ দেশগুলোতে নানা জাতের পরিযায়ী পাখি ফিরে আসে। আর এই এশিয়ার অন্যতম জলাভূমি সমৃদ্ধ দেশ বাংলাদেশ। তাই এখানে প্রতিবছর প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি আসে। কয়েক মাস অবস্থান করে আবার ফিরে যায় আগের ঠিকানায়।

বাইক্কা বিলের অবস্থান নেওয়া পরিযায়ী পাখিগুলো হলো- কয়েক প্রজাতির সৈকতপাখি, এক প্রজাতির খয়রা কাস্তেচরা, এক প্রজাতির বড় পানকৌড়ি, এক প্রজাতির পাতি-কুট এবং হাঁসের মধ্যে গিয়িরা হাঁস ও তিলা হাঁস।

বাংলাদেশের বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা এবং প্রখ্যাত পাখি গবেষক, লেখক ইনাম আল হক বাংলানিউজকে বলেন, ‘বাইক্কা বিলে পরিযায়ী পাখি আসতে শুরু করেছে। ইতোমধ্যে দেখলাম কয়েক প্রজাতি চলেও এসেছে। এগুলো হলো- তিলা হাঁস (Common Teal), পিয়াং হাঁস (Gadwall), বড় পানকৌড়ি (Great Cormorant) এবং খয়রা-কাস্তেচরা (Glossy Ibis)। সবচেয়ে বেশি পরিমাণে দেখলাম তিলা হাঁস। ’

‘অনেক বেশি এসেছে খয়রা কাস্তেচরা (Glossy Ibis)। এক ঝাঁকে আমি ৩৬টি গুনেছি, অপর ঝাঁকে আমি ১৭টাকে দেখেছি। এরা এককালে বাংলাদেশ থেকে উধাও হয়ে গিয়েছিল। বছর ছয়েক আগে গ্লোসি-আইভিসদের বাংলাদেশে প্রথম আমরা পেলাম টাংগুয়ার হাওরে। তারপর আস্তে আস্তে এদের সংখ্যা বাড়তে বাড়তে থাকলো। বাইক্কা বিলে গত বছর (২০১৮ সালে) এদের একশ’র উপরও পাওয়া গিয়েছিল। বাইক্কা বিল ছাড়া বাংলাদেশে এতো বড় সংখ্যায় আর ছিল না। এবার তো ইতোমধ্যে ৫৩টি গ্লোসি-আইভিস চলে এসেছে; আমি আশা করছি গত বছরের থেকে এবার হয়তো এদের সংখ্যা আরও বাড়বে। ’

বাইক্কা বিলের আকাশে উড়ে যাচ্ছে বড়-পানকৌড়ির দল।  ছবি : ইনাম আল হক

পরিযায়ী পাখি প্রাপ্তির বিষয়ে ইনাম আল হক আরও বলেন, অনেকগুলো বড়-পানকৌড়ি (Great Cormorant) খুঁজে পেলাম। এদের সংখ্যা প্রায় সত্তরের উপরে হবে। এরা পরিযায়ী পাখি। তবে ছোট-পানকৌড়ি (Lettle Cormorant) সেই তুলনায় কম। এছাড়াও হাঁসের মতো আরেকটি জলচর পাখি পাতি-কুটও (Eurasian Coot / Common Coot) দেখলাম এসেছে অনেক।

সৈকতপাখিদের কথা উল্লেখ করে এ গবেষক জানান, বেশ কিছু সৈকতপাখি এসেছে। ওরা অনেক দূরে ছিল বলে তাদের ঠিক মতো শনাক্ত করা সম্ভব হয়নি। মানে প্রত্যেকটাকে প্রজাতিভিত্তিক আলাদা করা যায়নি। কমপক্ষে তিনটি প্রজাতি আসে নিশ্চিত। আমি যেহেতু টেলিস্কোপ দিয়ে দেখিনি; শুধু বাইনোকুলার দিয়ে দূরেরগুলো শনাক্ত করা যায় না। আমি একটা ঝাঁকও পেয়েছি; সেখানে অনেকগুলো সৈকত পাখি একত্রে উড়ে যাচ্ছে। তার মানে তিন-চার প্রজাতির সৈকত পাখিও এসে গেছে।

বিলের স্থানীয় পাখি সম্পর্কে ইনাম আল হক বাংলানিউজকে বলেন, অনেকগুলো ধলা-বালিহাঁস (Cotton Pygmy-goose) দেখলাম; ওরা আপন মনে খাবার খাচ্ছে। এ হাঁসগুলো বাইক্কা বিলের বাসিন্দা। এছাড়াও ছোট শরালি (Lesser Whistling Duck) হাঁসগুলো দেখলাম; এরাও তো আশপাশের বিলগুলোতে আছে। এছাড়াও অনেক নেউপিপিও দেখেছি। এগুলো আমাদের বিলের আবাসিক পাখি এবং গো-বকও (Cattle Egret) দেখেছি। এদের সংখ্যা প্রায় আড়াইশ’রও বেশি হবে।

‘মাছমুরাল (Osprey), বড়-গুটিঈগল (Greater Spotted Eagle), মেটেমাথা-টিটি (Grey-headed Lapwing), বন-বাটান (Wood Sandpiper), সবুজ-বাটান (Green Sandpiper), টেমিঙ্কের-চাপাখি (Temmincks Stint), মেটে খঞ্জন (Grey Wagtail), হলদে খঞ্জন (Yellow Wagtail), ধলা খঞ্জন (White Wagtail) দিনব্যাপী বাইক্কা বিলে অবস্থান করে’, যোগ করেন তিনি।

শীত মৌসুমে দেখা পাওয়া এসব পাখিদের মনোমুগ্ধকর রূপ তাকে দারুণভাবে মুগ্ধ করে বলেও জানান দেশবরেণ্য পাখি-গবেষক ইনাম আল হক।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
বিবিবি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।