ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

ভোলায় নদী থেকে হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
ভোলায় নদী থেকে হরিণ উদ্ধার, বনে অবমুক্ত ভোলায় নদী থেকে হরিণ উদ্ধার, জহির উদ্দিন বনে অবমুক্ত

ভোলা: ভোলার দৌলতখান উপজেলায় মেঘনা নদী থেকে একটি মায়া হরিণ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার সৈয়দপুর মাছঘাট থেকে হরিণটি উদ্ধার করা হয়।

দৌলতখান উপজেলার বন কর্মকর্তা আ মো. সোহেল হোসেন ও দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বাংলানিউজকে বলেন, মিঠা পানির সন্ধানে মেঘনা নদীতে পানি খেতে এসে হরিণটি নদীতে ভেসে যায়।

পরে সৈয়দপুর মাছঘাট এলাকায় কামাল মাঝির জালে হরিণটি আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ হরিণটিকে উদ্ধার করে ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুলের কাছে নিয়ে গেলে তিনি বন বিভাগে হস্তান্তর করেন। বিকেলে হরিণটিকে তজুমদ্দিন উপজেলার চর জহির উদ্দিনের বনে অবমুক্ত করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।