ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

পরিবেশ দূষণের দায়ে গাজীপুরে ৫ কারখানাকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
পরিবেশ দূষণের দায়ে গাজীপুরে ৫ কারখানাকে জরিমানা

গাজীপুর: পরিবেশ দূষণের দায়ে গাজীপুরে পাঁচটি শিল্প কারখানাকে ৩৫ লাখ ২২ হাজার ৫৩৪ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (২৭ জুলাই) দুপুরে ওইসব কারখানার মালিক ও প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তরে তলব করে এ জরিমানা করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোজাহিদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) ড. আনোয়ার হোসেন হাওলাদারের নেতৃত্বে এ শুনানি হয়। এতে তরল বর্জ্য বিভিন্ন স্থানে নির্গমন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় গাজীপুরে অবস্থিত পাঁচটি কারখানাকে জরিমানা করা হয়।

কারখানারগুলোর মধ্যে গাজীপুরের ডালাস ফ্যাশন লিমিটেডকে ১৫ লাখ ২০ হাজার, মাসকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১২ লাখ ২৮ হাজার টাকা, ক্রসলাইন নিট ফেব্রিকসকে ৬ লাখ ৯৬ হাজার, ইন্ডিগো ওয়াশিং লিমিটেডকে ৭৮ হাজার ও জেনট্রি ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে ৫৩৪ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
জিসিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।