ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মিরসরাইয়ের লোকালয়ে লজ্জাবতী বানর

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জুন ৭, ২০১৬
মিরসরাইয়ের লোকালয়ে লজ্জাবতী বানর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরসরাই( চট্টগ্রাম): মিরসরাইয়ের লোকালযয়ে এসে আটক হওয়া লজ্জাবতী বানরটি ছেড়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৭ জুন) বিকেলে জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকসুদ আহমদ চৌধুরী ও জোরারগঞ্জ বিট কর্মকর্তা নুর হোসাইন চৌধুরীর সহায়তায় বানরটি মিরসরাই রেঞ্জেরে রামগড়-সীতাকুণ্ড সংরক্ষিত বনাঞ্চলের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

 

জোরারগঞ্জ বনবিট কর্মকর্তা নূর হোসাইন চৌধুরী বাংলানিউজকে জানান, প্রাণীটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর। অনেক এলাকায় একে মুখচোরা বানরও বলে। লজ্জাবতী বানর নিশাচর প্রাণী।

রোববার (০৫ জুন) সন্ধ্যায় জোরারগঞ্জ ইউনিয়নের গৌপিনাথপুর গ্রামের শফি কলোনির একটি গাছ থেকে বানরটি আটক করে স্থানীয় লোকজন। স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় বানরটি উদ্ধার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জুন ০৭, ২০১৬

পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।