ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে 

দিনাজপুর: ঘন কুয়াশা আর হিমেল বাতাসে আবার শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে উত্তরের জেলা দিনাজপুরে। গত তিনদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ৪ ডিগ্রি।

 

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৯টায় দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় পাঁচ কিলোমিটার।  

গত শনিবার (১৮ জানুয়ারি) যেখানে দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।  

আবহাওয়াবিদদের ভাষায়, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে সেটাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে হলে সেটা মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তীব্র শৈত্যপ্রবাহ বলে। আর যদি তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের আরও নিচে নেমে যায়, তাহলে তাকে তীব্রতর শৈত্যপ্রবাহ বলা হয়। সে হিসেবে দিনাজপুরের তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহের কাছাকাছি রয়েছে।

ঘন কুয়াশার সঙ্গে কনকনে হিমেল বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। এতে বিপদে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের সাধারণ মানুষেরা। একদিকে  ঘন কুয়াশা, অন্যদিকে সূর্যের দেখা নেই সকাল থেকে। ফলে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। জীবিকার তাকিদে অনেকেই মোটা জামা কাপড় জড়িয়ে বের হয়েছেন কাজে।  

আগামী কয়েকদিন দিনাজপুরের আবহাওয়াম এমনই থাকতে পারে বলে জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগরের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।