ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

পঞ্চগড়ের আকাশে সূর্যের দেখা নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
পঞ্চগড়ের আকাশে সূর্যের দেখা নেই

পঞ্চগড়: উত্তরের জেলা পঞ্চগড়ে আজও ঘন কুয়াশায় ঢাকা পড়ে আছে পথঘাট। সঙ্গে পাহাড়ি হিম বাতাসের কারণে অনুভূত হচ্ছে কনকনে শীত।

প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। রাস্তায় গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে।

আবহাওয়া অফিস বলছে, মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।

এর আগে সোমববার (২০ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। তবে তা তিন ঘণ্টার ব্যবধানে দশমিক ৫ ডিগ্রি কমে সকাল ৯টায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস হয়। একই সঙ্গে বাতাসের আর্দ্রতা ৯৯ শতাংশ রেকর্ড করা হয়।  

আবহাওয়া অফিস আরও জানায়, এর আগে রোববার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তবে ওই দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। শনিবার একই সময়ে এখানে তাপমাত্রা রেকর্ড হয় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বাংলানিউজকে বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং আকাশে মেঘ থাকায় সকালে ঘন কুয়াশায় ঢেকে আছে জেলার পথঘাট।  

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।