ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

ঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড়, কমলো তাপমাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
ঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড়, কমলো তাপমাত্রা

পঞ্চগড়: পৌষ শেষে মাঘের প্রথম দিনও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে। বেলা বাড়লেও দেখা মেলেনি সূর্যের।

ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ।  

এতে দিনের আলোতে হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে গাড়ি। এদিকে কুয়াশার সঙ্গে পাহাড়ি হিম বাতাস থাকায় অনুভূত হচ্ছে কনকনে শীত।

আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।  

গত তিনদিন আগে তাপমাত্রার পারদ বেড়ে ১১ থেকে ১৩ ডিগ্রি পর্যন্ত ওঠানামা করলেও আবার শীতপ্রবণ জেলা পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। তাপমাত্রার পারদ নেমে দাঁড়িয়েছে ৯ ডিগ্রির ঘরে।  

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ নিয়ে জেলার ওপর দিয়ে টানা দুদিন ধরে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।

এর আগে গত শুক্রবার (১০ জানুয়ারি) চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় পঞ্চগড়ে। শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় ৮ দশমিক ২ ডিগ্রি, রোববার (১২ জানুয়ারি) ১০ দশমিক ৫ ডিগ্রি, সোমবার (১৩ জানুয়ারি) ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।  

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বাংলানিউজকে বলেন, দুদিন ধরে এ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবার সকাল ৯টায় রেকর্ড হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।  

তবে জানুয়ারি জুড়ে আরও কয়েকবার শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলেও জানান তিনি।

কনকনে শীতে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ পড়েছে বিপাকে। একে শীতবস্ত্রের অভাব, অন্যদিকে এমন শীতেও ঘরে বসে থাকার উপায় নেই, রুটি-রুজির জন্য বাইরে যেতেই হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।