ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

খাবারের সন্ধানে ফরিদপুরের লোকালয়ে হনুমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
খাবারের সন্ধানে ফরিদপুরের লোকালয়ে হনুমান

ফরিদপুর: ফরিদপুর শহরের বিভিন্ন এলাকাসহ লোকালয়ে ছুটে বেড়াচ্ছে একটি কালোমুখো হনুমান। খাবারের সন্ধানে আবার মানুষের ভয়ে কখনও গাছে, কখনও বাড়ি কিংবা দোকানের ছাদে ছুটোছুটি করছে।

গত কয়েকদিন ধরে বড় আকারের এই হনুমানটি দেখা যাচ্ছে।

শুক্রবার (২২ মার্চ) ফরিদপুর শহরের ডিসি অফিসের সামনের স্টেশন বাজার এলাকায় হনুমানটিকে ছুটাছুটি করতে দেখা যায়। এ সময় কেউ কলা, কেউবা বিস্কুট, রুটিসহ নানা খাবার কিনে দিচ্ছেন হনুমানটিকে।

বন থেকে লোকালয়ে চলে আসায় এ হনুমানটিকে দেখতে ভিড় জমাচ্ছে শিশু-কিশোর ও নারীসহ নানা বয়সী মানুষ। এটি কখনও ঘরের চালে, কখনও বা গাছের ডালে লাফিয়ে বেড়াচ্ছে।

এসময় স্টেশন বাজারে কথা হয় মো. রাতুল শেখ ও তামিম কাজী নামে দুই ব্যক্তির সঙ্গে। তারা বাংলানিউজকে বলেন, হনুমানটি কোথা থেকে এসেছে আমাদের জানা নেই। মানুষ দেখলেই হনুমানটি গাছের উঁচু ডালে অথবা কোনো বাসার ছাদে উঠছে। আবার খাবার দিলে কাছে এগিয়ে এসে খাবার নিচ্ছে। মাঝেমধ্যে শিশুরা ঢিল ছুড়ে এটিকে নানাভাবে উত্ত্যক্ত করছে।

শহরের গুহলক্ষীপুর এলাকার বৃদ্ধা হাজেরা বিবি জানান, কোথা থেকে এটি এসেছে তা কেউ জানে না। কয়েকদিন ধরে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে হনুমানটি।

ফরিদপুরের বন বিভাগ জানায়, গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় হনুমানটি দেখা গেছে। হনুমানটি খাবারের সন্ধানে দলছুট হয়ে কোনো পরিবহণ যোগে লোকালয়ে এসেছে। হনুমানটির নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।