ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

টেকনাফ সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
টেকনাফ সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকতে ভেসে এসেছে একটি রক্তাক্ত মৃত ডলফিন। ৫ ফুট লম্বা এ ডলফিনের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সাবরাংয়ের বাহারছড়া নৌকা ঘাটে এ ডলফিনটি মৃতাবস্থায় ভেসে আসে বলে জানিয়েছেন সাবরাং ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ সেলিম।

তিনি জানান, মৃত ডলফিনটি আনুমানিক ৫ ফুট লম্বা। শরীরে আঘাতের চিহ্ন ও রক্তাক্ত অবস্থায় জোয়ারের সময় ভেসে আসে। ডলফিনটি দেখতে লোকজন ভিড় করে। ধারণা করা হচ্ছে, এটি জাহাজের ধাক্কা বা জেলেদের জালে আটকা পড়ে আহত হয়ে মারা গেছে।  

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী জানান, সৈকতে মৃত ডলফিন ভেসে আসার খবর পেয়েছেন। এটি উদ্ধার করে মাটিতে পুঁতে দেওয়ার জন্য মৎস্য বিভাগ ও বনবিভাগকে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।