ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মোংলায় সুন্ধি কচ্ছপ উদ্ধার, বনে অবমুক্ত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
মোংলায় সুন্ধি কচ্ছপ উদ্ধার, বনে অবমুক্ত  সুন্ধি কচ্ছপ

বাগেরহাট: বাগেরহাটের মোংলা থেকে সুন্ধি কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ।  

বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাজিকরখণ্ড বাজার থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।

তবে এ সময় কচ্ছপটি বিক্রি করতে আসা ব্যক্তিকে আটক করতে পারেনি বনরক্ষীরা। পরে উদ্ধার করা কচ্ছপটি সুন্দরবনের একটি পুকুরে অবমুক্ত করা হয়।  

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা ষ্টেশন কর্মকর্তা মো. শাহজাহান বলেন, গোপন তথ্য পেয়ে জানতে পারি বাজিকরখণ্ড বাজারে এক ব্যক্তি ধরা নিষিদ্ধ কচ্ছপ বিক্রি করছেন। সেখানে অভিযান চালিয়ে কচ্ছপটিকে উদ্ধার করা হয়েছে। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে কচ্ছপ শিকারি পালিয়ে যান। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কচ্ছপটি সুন্দরবনে অবমুক্ত করে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।