ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

রান্না ঘর থেকে হরিণঘাটার বনে গেল অজগর

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
রান্না ঘর থেকে হরিণঘাটার বনে গেল অজগর

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটার রুহিতা গ্রামে একটি বাড়ির রান্না ঘরে (পুকুরের পাড়ে) থেকে উদ্ধার হওয়া ছয় ফুটের অজগর হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) বিকেলে হরিনঘাটা বনে অজগরটিকে অবমুক্ত করে বনবিভাগ।

এর আগে একই দিনে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা গ্রামের বাবুল মুন্সির বাড়ির রান্না ঘর থেকে অজগরটি উদ্ধার করেন জাকির মুন্সি নামে এক ব্যক্তি।

অবমুক্ত করার সময় সেখানে উপস্থিত ছিলেন, বন্যপ্রাণি সংরক্ষণ ও উদ্ধার টিম 'এনিমেল লাভার অফ পাথরঘাটা' পাথরঘাটার সমন্বয়ক সাংবাদিক আরিফুর রহমান, সদস্য শফিকুল ইসলাম খোকন ও বন বিভাগের টেংরা বিট কর্মকর্তা মনির হোসেন।

জাকির মুন্সি বলেন, হঠাৎ প্রতিবেশী বাবুল মুন্সির বাড়ি থেকে চিৎকার শুনি। পরে ঘটনাস্থলে গিয়ে রান্নাঘর থেকে সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করি।

বন বিভাগের টেংরা বিট কর্মকর্তা মনির হোসেন বলেন, অজগরটি উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করা হয়। পরে আমরা সেটি হরিনঘাটা বনে অবমুক্ত করি।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।