ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

উড়তে উড়তে ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায় শকুনটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
উড়তে উড়তে ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায় শকুনটি

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে হিমালয়ান গৃধিনী প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার তারাপুর ইউনিয়নের নাচনী ঘগোয়া গ্রাম থেকে শকুনটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিরল প্রজাতির শকুনটি উড়তে না পেরে মাটিতে পড়ে যায়। এসময় স্থানীয় শামীম মিয়া ও রাঙ্গা মিয়া নামে দুই কৃষক শকুনটি ধরে আটকে রাখেন। খবর পেয়ে শিক্ষার্থীদের পরিবেশবাদী একটি সংগঠনের স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় শকুনটি উদ্ধার করে স্থানীয় প্রাণিসম্পদ ও বনবিভাগ কর্তৃপক্ষ।

পরিবেশবাদী সংগঠন ‘টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চে’র গাইবান্ধা সরকারি কলেজ শাখার কোষাধ্যক্ষ শেখ ফরিদ বলেন, দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে ক্লান্ত হিমালয়ান গৃধিনী প্রজাতির শকুনটি মাটিতে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা বনবিভাগ ও প্রাণিসম্পদ কর্মকর্তারা শকুনটি উদ্ধার করেন।

সুন্দরগঞ্জ উপজেলা প্রালিসম্পদ কর্মকর্তা ফজলুল করিম বলেন, শকুনটিকে আমাদের মেডিকেল টিম প্রাথমিক চিকিৎসা দিয়েছে।

গাইবান্ধা জেলা বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার করা শকুনটিকে দিনাজপুর শকুন পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়েছে।

বাংলাদোশ সময়: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।