ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

বিনোদন

আর্জেন্টিনা সমর্থকদের টিস্যু নিয়ে ব্রাজিলের খেলা দেখতে বললেন মিম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
আর্জেন্টিনা সমর্থকদের টিস্যু নিয়ে ব্রাজিলের খেলা দেখতে বললেন মিম বিদ্যা সিনহা মিম

জমে উঠেছে কাতার বিশ্বকাপ ২০২২। এবারের আসরের প্রথম চারদিনের মধ্যে দুটি অঘটন দেখেছে ফুটবলপ্রেমীরা।

প্রথমে সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হার। এরপর জাপানের বিপক্ষে মাঠে নেমে হেরেছে জার্মানি। দুই দলই অঘটনের শিকার হয়েছে ২-১ গোল ব্যবধানে।

প্রথম চারদিনের মধ্যে হাইভোল্টেজ ম্যাচ ছিল একটি করে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সেই সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে দুইয়ে। এদিন দুটি ভিন্ন ম্যাচে মাঠে নামবে দুই হট ফেভারিট দল ব্রাজিল এবং পর্তুগাল।

বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে নামবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। দলটির প্রতিপক্ষে থাকছে আফ্রিকান দেশ ঘানা। এরপর বাংলাদেশ সময় রাত ১টায় সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

বাংলাদেশে ব্রাজিল, আর্জেন্টিনার সমর্থক বরাবরই বেশি। যে কারণে দুই দলের সমর্থকদের মধ্যে তর্কযুদ্ধ লেগেই থাকে। কেউ কাউকে ‘খোঁচা’ দিতে বিন্দুমাত্র ছাড় দেন না। এদিক থেকে তারকারাও বেশ সরব।

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ব্রাজিলের সমর্থক। প্রিয় দলের বিশ্বকাপ মিশন শুরুর আগেই আর্জেন্টিনা সমর্থকদের খোঁচা দিলেন নায়িকা।

নিজের ভেরিফায়েড পেজে মিম লেখেন, আর্জেন্টিনা সমর্থকরা আজকে ব্রাজিলের ম্যাচ দেখতে ভুলবেন না। আর সঙ্গে টিস্যু রাখবেন অবশ্যই। আপনাদের কাজে লাগবে।

প্রসঙ্গত, চলতি বছর মিম অভিনীত ‘পরাণ’ সিনেমা মুক্তি পায় প্রেক্ষাগৃহে। এরপর আবার ‘দামাল’ সিনেমা মুক্তি পায়। সিনেমা দুটিতে তার অভিনয় প্রশংসিত হয় দর্শকমহলে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।