ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শেষ হলো ফারিয়া, প্রিয়াঙ্কাদের পাতায়া অভিযান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
শেষ হলো ফারিয়া, প্রিয়াঙ্কাদের পাতায়া অভিযান! প্রিয়াঙ্কা সরকার, নুসরাত ফারিয়া ও সোহিনী সরকার

দুই বাংলায় সমানতালে কাজ করছেন নুসরাত ফারিয়া। ২০১৯ সালে কলকাতায় মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘বিবাহ অভিযান’।

সম্প্রতি শুরু হয়েছে এই সিনেমার সিক্যুয়ালের শুটিং।

প্রথম পর্ব নির্মাণ করেছিলেন বিরসা দাশগুপ্ত। এবার পরিচালনায় সৌমিক হালদার। তবে আগের মতোই চিত্রনাট্য লিখেছেন রুদ্রনীল।  ফারিয়া ছাড়াও আরো অভিনয় করছেন কলকাতার অঙ্কুশ, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার ও প্রিয়াঙ্কা সরকার।

আগেই জানা গিয়েছিল, সিনেমাটির শুটিং হবে কলকাতা ও থাইল্যান্ডে। সম্প্রতি শুটিংও শুরু হয়েছিল। মঙ্গলবার (২২ নভেম্বর) সেই শুটিংয়ের আপডেট জানালেন নুসরাত ফারিয়া।  

জানা গেছে, ইতোমধ্যে থাইল্যান্ডের অংশের শুটিং কাজ শেষ করেছেন অভিনেত্রী। এদিন বিকেলে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। এতে তার সঙ্গে দেখা যায় সোহিনী ও প্রিয়াঙ্কাকে।

সিনেমাটির ক্যাপশনে হ্যাশট্যাগ আবার বিবাহ অভিযান দিয়ে ফারিয়া লেখেন, ‘পাতায়ার কাজ শেষ হলো। ’

এর আগে সিনেমাটির বিষয়ে ফারিয়া বলেন, বেশ বিরতির পর ‘বিবাহ অভিযান ২’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছি। বেশ ভালোভাবেই এর কাজ এগিয়ে চলছে। আশা করছি, ‘বিবাহ অভিযান’ সিনেমার প্রথম কিস্তির মতো দ্বিতীয় কিস্তিও সাড়া ফেলবে।  

এদিকে, দেশে মুক্তির অপেক্ষায় আছে নুসরাত ফারিয়ার বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে রয়েছে ‘মুজিব:একটি জাতির রূপকার’, ‘পাতালঘর’সহ একাধিক সিনেমা।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।