ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হলিউডের সামান্থার সঙ্গে জুটি বাঁধছেন ঋত্বিক!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
হলিউডের সামান্থার সঙ্গে জুটি বাঁধছেন ঋত্বিক! ঋত্বিকের সঙ্গে সামান্থা

‘শুট দ্য হিরো’ ও ‘হাওয়াই ফাইভ-জিরো’র সিনেমায় অভিনয় করে খ্যাতি পেয়েছে হলিউড অভিনেত্রী সামান্থা লকউড। সম্প্রতি তিনি আড্ডায় মেতেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ঋত্বিক রোশনের সঙ্গে।

আর তাতেই গুঞ্জন ছড়িয়েছে বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন তারা দু’জন।

বেশ কয়েকদিন ধরে মুম্বাই রয়েছেন সামান্থা। এই ফাঁকেই ঋত্বিকের সঙ্গে তার দেখা করা। তাদের সাক্ষাতের কিছু ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রকাশ করেছেন অভিনেত্রী।

ছবিতে দেখা যাচ্ছে, সাদা টি-শার্ট এবং ধূসর রঙের জগার্সে একেবারে কুল অ্যান্ড ক্যাজুয়াল অবতারে হাজির হয়েছেন ঋত্বিক। অন্যদিকে প্রিন্টেড পঞ্চো এবং কালো ট্রাউজার্সে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেল সামান্থাকে।  
পোস্টের ক্যাপশনে ঋত্বিকে নিয়ে সামান্থা লেখেন, ‘সিনেমা পরিবার থেকে আসা এই তারকা-অভিনেতার সঙ্গে আলাপ করে দারুণ লাগল। ’

তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য দেখা যায়নি ঋত্বিক রোশনের। ফলে তারা দু’জন আদৌ একসঙ্গে সিনেমায় কাজ করতে যাচ্ছেন কিনা, সেটা রহস্যই রয়ে গেল।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।