ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হাবিব-শিফার পরিচয় ৮ মাসের, বিয়ে করেছেন ৩ মাস আগে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
হাবিব-শিফার পরিচয় ৮ মাসের, বিয়ে করেছেন ৩ মাস আগে স্ত্রী শিফার সঙ্গে হাবিব ওয়াহিদ

কয়েকদিন ধরে সঙ্গীতাঙ্গনে হাবিব ওয়াহিদের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। আর এই গুঞ্জনকে সত্যি করে বিয়ের কথা জানিয়েছেন এই জনপ্রিয় সংগীতশিল্পী।

উড়তি মডেল আফসানা চৌধুরী শিফার সঙ্গে ঘর বেঁধেছেন হাবিব ওয়াহিদ। এটি তার তৃতীয় বিয়ে। মঙ্গলবার (১২ জানুয়ারি) সামাজিক মাধ্যমে বিয়ের খবরটি জানিয়েছেন তিনি।

বিয়ের খবর প্রকাশ করার পর হাবিব সংবাদমাধ্যমকে জানান, শিফার সঙ্গে ঢাকায় তার পরিচয় ৮ মাস আগে। এরপর বন্ধুত্ব থেকে তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আর বিয়ে করেছেন আরও তিন মাস আগে। যদিও শিফার ফেসবুক প্রোফাইলে দেখা যাচ্ছে তিনি বিয়ের তারিখ ৭ জানুয়ারি ২০২১ দিয়ে রেখেছেন।

তার কথায়, বিয়ে নিয়ে কোনও পরিকল্পনা ছিল না। এটি নিয়ে তিক্ত অভিজ্ঞতা তো আর কম হলো না। আবার এটাও ঠিক, জন্ম-মৃত্যু আর বিয়ে তো উপরওয়ালা থেকে নির্ধারিত। তা না হলে, শিফার সঙ্গে আমার পরিচয়ই হতো না।  

শিফা ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের ছাত্রী। শোবিজের সঙ্গেও যুক্ত আছেন তিনি। বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন অনুষ্ঠানে তাদের ঘনিষ্ঠভাবে দেখা গিয়েছিল। তখনই তাদের বিয়ে নিয়ে গুঞ্জন ওঠে।

এর আগে ২০০৩ সালে হাবিব প্রথম বিয়ে করেন লুবায়না নামের একজনকে। প্রেমের সেই বিয়ে অল্প কিছুদিনের মধ্যেই বিচ্ছেদ হয়। এরপর ২০১১ সালে চট্টগ্রামের মেয়ে রেহানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই গায়ক। ২০১৭ সালের ১৯ জানুয়ারি তাদের বিচ্ছেদ হয়ে যায়। তাদের সংসারের রয়েছে একমাত্র পুত্র সন্তান আলীম ওয়াহিদ।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।