ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মধ্যরাতে গান ছাড়ার ঘোষণা দিলেন নোবেল! 

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
মধ্যরাতে গান ছাড়ার ঘোষণা দিলেন নোবেল!  নোবেল

হঠাৎ করেই গান ছেড়ে দেওয়ার ঘোষণা দেন সময়ের আলোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। হ্যাঁ, সোমবার (১১ জানুয়ারি) দিনগত মধ্যরাতে এমন ঘোষণা দিয়েই বসলেন তিনি!

নিজের ভেরিফায়েড পেজে একশ্রেণীর দর্শকদের ওপর আক্ষেপ থেকে এই ঘোষণা দিয়ে বসেন কলকাতার ‘সা রে গা মা’খ্যাত নোবেল।

কিন্তু সকালে সেই পোস্ট তার পেজে আর পাওয়া যায়নি। নোবেলের সেই পোস্টে কি ছিল, যার কারণে মুছে ফেলতে হলো? এমন প্রশ্ন অনেকের মনে জাগতেই পারে!

অবশ্য এর আগে নানা ধরনের পোস্ট দিয়ে বিতর্ক তৈরি করেছিলেন সম্ভাবনাময় এ গায়ক। এরপর তার ভক্তরাই সমালোচনা করতে থাকেন। সেই সমালোচনার প্রতিক্রিয়া প্রকাশ করলেন তার পোস্টে।  

সেখানে নোবেল লেখেন, ‘দীর্ঘ ১১ মাস দুই বাংলার মানুষকে বিনোদন দেওয়ার প্রতিদান তোমরা ভালোই দিলে আমাকে। মাত্র ২৩ বছর বয়সে বিয়ে করে সংসার এবং চার দেয়ালের চাপে কিছু ভুল স্ট্যাটাস দিয়েছি। এই তো আমার দোষ। ভাবছি গান বাজনা ছেড়েই দেবো। ’

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
ওএফবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।