ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শুটিংয়ে ফিরেছেন করোনাজয়ী রাকুল প্রীত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
শুটিংয়ে ফিরেছেন করোনাজয়ী রাকুল প্রীত রাকুল প্রীত সিং

সম্প্রতি করোনা পজিটিভ হয়ে ঘরবন্দি ছিলেন দক্ষিণ ভারত ও বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। তবে আক্রান্তের কিছুদিন পর রিপোর্ট নেগেটিভ আসারও খবর দেন এই তারকা।

করোনাকে জয় করার পর হায়দ্রাবাদ বিমানবন্দরে ক্যামেরা বন্দি হয়েছিলেন রাকুল। এরপর নতুন সিনেমা ‘মেডে’র প্রথম দিনের শুটিংয়ের ছবি নিজেই প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে। জানালেন, আবারও শুটিংয়ে ফিরেছেন তিনি।  

মেকআপ চেয়ারে বসে ভিডিও করে সেটি পোস্ট করেছেন রাকুল প্রীত। হ্যাশট্যাগ দিয়ে ক্যাপশনে লেখেন, ‘মেডে। আনন্দে কাজ করছি। ’

গত বছর সিনেমাটির ঘোষণা দিয়েছিলেন সুপারস্টার অজয় দেবগণ। তিনি নিজেই সিনেমাটি পরিচালনা করছেন। ২০২২ সালের এপ্রিলে ‘মেডে’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।  

সম্প্রতি রাকুল প্রীত সিং সেলেব্রিটি টক ‘শো সাম জাম সামান্তা’-এ অংশ নেন। এটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। শো’টি উপস্থাপনা করেছেন সামান্তা আক্কিনেনি।  

রাকুলকে সর্বশেষ তেলেগু সিনেমা ‘মানমাধুদু ২’তে দেখা গেছে। এছাড়া তার আসন্ন সিনেমার তালিকায় রয়েছে কামাল হাসানের ‘ইন্ডিয়ান ২’, শিবাকার্থিকায়নের সায়েন্স ফিকশন ‘আয়ালান’সহ বেশকিছু সিনেমা।
 
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।