ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সোহম প্রযোজিত প্রথম সিনেমায় প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
সোহম প্রযোজিত প্রথম সিনেমায় প্রিয়াঙ্কা সোহম ও প্রিয়াঙ্কা

শিশুশিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী। প্রাপ্তবয়স্ক হওয়ার পর নায়ক হিসেবেও হাজির হয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

তবে এবার নতুন আরও একটি পরিচয় হাজির হতে যাচ্ছেন এই তারকা।

প্রথমবারের মতো প্রযোজনায় নাম লেখালেন সোহম চক্রবর্তী। আর তার প্রযোজিত প্রথম সিনেমায় এই অভিনেতার বিপরীতে নায়িকা হচ্ছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সোহম এন্টারটেইনমেন্ট প্রযোজিত সিনেমাটির নাম ‘কলকাতার হ্যারি’।  

সামাজিকমাধ্যমে সোহম ও প্রিয়াঙ্কা সরকার দু’জনই শেয়ার করেছেন সিনেমাটির প্রথম টিজার পোস্টার।  

ক্যাপশনে সোহম লেখেন, নতুন বছরে তোমাদের জন্য আমার তরফ থেকে নতুন উপহার! এই শহরটাকে রঙিন রূপকথা শোনাতে এবং দেখাতে আসছে 'কলকাতার হ্যারি'। বাচ্চারা তৈরি হও স্বপ্নের দুনিয়ায় যাওয়ার জন্য, আর বড়রা তৈরি হও ছোটবেলায় আরও একবার ফিরে যাওয়ার জন্য।

প্রিয়াঙ্কা লেখেন, নতুন বছরের শুরুতে এর চেয়ে মিষ্টি আর কিছুই হতে পারে না। ২০২১ সালে আমার প্রথম প্রজেক্ট ‘কলকাতার হ্যারি’র টিজার পোস্টার।  

এছাড়া, সিনেমাটির সঙ্গে সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন এই অভিনেত্রী।  

‘কলকাতার হ্যারি’ পরিচালনা করবেন রাজদীপ ঘোষ। সংগীত পরিচালনা করবেন জিৎ গঙ্গোপাধ্যায়। আর চিত্রগ্রহণের দায়িত্বে থাকছেন গোপী ভগৎ। চলতি মাসে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।