ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ক্রেতা-বিক্রেতার প্রেমের গল্পে ‘ভালোবাসা তুই’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
ক্রেতা-বিক্রেতার প্রেমের গল্পে ‘ভালোবাসা তুই’

ছোট পর্দার জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিন তিশা অভিনীত নতুন নাটক ‘ভালোবাসা তুই’। ক্রেতা ও বিক্রেতার ভিন্ন রকম এক প্রেমের গল্পে নাটকটি নির্মাণ করেছেন এসআর মজুমদার। এর চিত্রনাট্য লিখেছেন ব্রাত্য রায়।

নাটকটির গল্পে দেখা যাবে, এক শাড়ির দোকানে সেলসগার্ল হিসেবে কাজ করেন তিশা। সে দোকানে শাড়ি কিনতে গিয়ে তিশার সঙ্গে দেখা হয় অপূর্বর।

এরপর তাদের মধ্যে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক তৈরি হয়।  

‘ভালোবাসা তুই’ নাটকটি এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিএমভি ড্রামা নামের ইউটিউব চ্যানেলে।  

নাটকটি প্রসঙ্গে তানজিন তিশা বলেন, নিজের যুদ্ধটা আসলে নিজেকেই করতে হয়, দর্শক এমনই একটি বার্তা নাটকটিতে পাবেন। এতে কাজ করে তৃপ্তি পেয়েছি।  

অপূর্ব-তিশা ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আনন্দ খালেদ, তনুশ্রী তন্নী, সাব্বির চৌধুরী প্রমুখ।

নির্মাতা এসআর মজুমদার জানান, গল্পটি প্রেমের কিন্তু নির্যাসটুকু একটি মেয়ের একক লড়াইয়ের। মফস্বল থেকে রাজধানীতে পালিয়ে এসে জীবনের দায়ে পড়াশুনার পাশাপাশি সেলসগার্লের জীবন বেছে নেন মেয়েটি। টিকতে না পেরে ফিরে যান গ্রামে। বিজয়ের বেশে আবারও ফেরেন শহরে। যেখানে অপেক্ষায় থাকেন তার প্রেমিক।  

প্রেমিকের চরিত্রে অপূর্ব এবং প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন তিশা।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।