ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আথিয়া-রাহুলের প্রেমকে ভালো চোখেই দেখছেন সুনীল শেঠি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
আথিয়া-রাহুলের প্রেমকে ভালো চোখেই দেখছেন সুনীল শেঠি! মেয়ের প্রেমকে ভালো চোখেই দেখছেন বাবা!

ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে সার্বিয়ান সুন্দরী নাতাশা স্টানকোভিচের বাগদান নিয়ে সামাজিক মাধ্যমে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই ফের আলোচনায় উঠে এলো আরেক ভারতীয় ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে বলিউড অভিনেত্রী আথিয়া শেঠির প্রেম। তবে আথিয়ার বাবা ও অভিনেতা সুনীল শেঠি ব্যাপারটাকে কেমনভাবে নিচ্ছেন তা জানার আগ্রহ ছিল ভক্তদের।

তবে মেয়ে আথিয়ার সঙ্গে কে এল রাহুলের সম্পর্ক নিয়ে ইতিবাচক ইঙ্গিতপূর্ণ বিবৃতি দিয়েছেন বলিউড অভিনেতা সুনীল শেঠি।

সম্প্রতি মেয়ের এই প্রেম নিয়ে বাবা সুনীল শেঠি বলেন, ‘আমি এবং আমার স্ত্রী দুজনেই ছেলেমেয়েদের ভীষণই ভালোবাসি।

আমার মনে হয় ক্যারিয়ারের থেকেও তাদের ব্যক্তিগত জীবনে সুখী হওয়াটা আরও বেশি করে দরকার। আর বর্তমান যুগে এটাই একটা বড় সমস্যা। আমরা পারিবারের দিক থেকে ভীষণ সুখী, আরও সুখী হতে চাই। ’

অনেকেই মনে করছেন সুনীলের এই কথা থেকেই স্পষ্ট তিনি এবং তার স্ত্রী কে এল রাহুলকে পছন্দ করছেন।  

শোনা যাচ্ছে, আথিয়ার সঙ্গে কে এল রাহুলের বন্ধুত্ব ক্রমেই গাঢ় হচ্ছে। তারা আরও বেশি করে একে অপরের সঙ্গে সময় কাটাতে চাইছেন। সম্প্রতি একে অপরের সঙ্গে সময় কাটাতে বিদেশ ভ্রমণেও গিয়েছিলেন আথিয়া ও রাহুল।

আরও পড়ুন: হার্দিকের বাগদানে শুভেচ্ছা জানালেন সাবেক প্রেমিকা উর্বশী

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।