ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

২০১৮’তে বাজবে বরুণ-নাতাশার বিয়ের সানাই!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
২০১৮’তে বাজবে বরুণ-নাতাশার বিয়ের সানাই! বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল (ছবি: সংগৃহীত)

তারকাদের প্রেম-বিয়ে-বিচ্ছেদ নিয়ে প্রায় সময় নানা গুঞ্জন শোনা যায় বলিউড ইন্ডাস্ট্রিতে। এরই ধারাবাহিকতায় এবার বলিপাড়ায় শোনা যাচ্ছে অভিনেতা বরুণ ধাওয়ান ও নাতাশা দালালের বিয়ের গুঞ্জন। ২০১৮ সালে বাজবে তাদের বিয়ের সানাই। সম্প্রতি এমনটাই প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

এ প্রসঙ্গে বরুণের একটি ঘনিষ্ঠসূত্র জানান, ‘২০১৮ সালের মাঝামাঝি সময়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন এই জুটি। এরই মধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছেন তারা।

বিয়ের পর স্ত্রীকে নিয়ে আলাদা বাড়িতে উঠবেন বলিউডের এই অভিনেতা। ’

ওই সূত্র আরও জানান, ‘বরুণ তার বাবা-মাকে ছেড়ে আলাদা বাড়িতে কখনও যেতে চাননি। কিন্তু তার প্রেমিকা নাতাশা বিষয়টি মানতে নারাজ। কারণ বিয়ের পর নাতাশা নিজেদের আলাদা একটি বাড়ি চান। এ বিরোধ নিয়ে কিছুদিন আলাদাও ছিলেন বরুণ-নাতাশা। ’  

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।