ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মিষ্টি খাওয়ার আমন্ত্রণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
মিষ্টি খাওয়ার আমন্ত্রণ ‘আসেন মিষ্টি খাই’ নাটকের দৃশ্য (ছবি: সংগৃহীত)

বরিশাল থেকে আরিফ ঢাকায় এসেছে বড় চাচার বাসায়। চাচার কাছ থেকে ধার নেওয়া পাঁচ টাকায় মুরগীর খামার করে সফল হয়েছে সে। এই খুশির খবর দিতে দুই কেজি মিষ্টি এনেছে সে। কিন্তু আরিফ দেখলো চাচার বাসায় কেউ খুশি নয়।  কারণ সবারই আছে নানা রকম সমস্যা। 

আরিফের এক সময় মনে হয় ঢাকা শহরটাই মন খারাপের শহর। আরিফ সিদ্ধান্ত নেয় চাচার বাসার সবার মন ভালো করে, দুই কেজি মিষ্টি পুরোটা শেষ করে তবেই বাড়ি ফিরবে।

এ কাজ করতে গিয়ে ঘটে মজার সব ঘটনা। এমন গল্প নিয়ে তৈরি হয়েছে একক নাটক ‘আসেন মিষ্টি খাই’।

এতে আরিফ চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। আরও আছেন নাবিলা ইসলাম, মনিরা মিঠু, কাজী উজ্জল, নীলা ইসরাফীল প্রমুখ। টম ক্রিয়েশনসের প্রযোজনায় ডাবর আমলা নিবেদিত ‘মানডে নাইট সুপার ড্রামা’-এর  এ পর্বে থাকছে ‘আসেন মিষ্টি খাই’। মারুফ রেহমানের রচনা ও সহিদ-উন-নবীর পরিচালনায় সোমবার (২৩ জানুয়ারি) রাত ৮টা ১০মিনিটে এটি প্রচার হবে আরটিভিতে ।  

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।