ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালমানের সঙ্গে দেখা করতে আগ্রহী জ্যাকি চ্যান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
সালমানের সঙ্গে দেখা করতে আগ্রহী জ্যাকি চ্যান জ্যাকি চ্যান ও সালমান খান (ছবি: সংগৃহীত)

অ্যাকশন-কমেডি ছবি ‘কুংফু ইয়োগা’য় ‘দাবাং’ ছবির খলনায়ক সনু সুদকে নেওয়ায় হংকংয়ের চলচ্চিত্র শিল্পের সবচেয়ে বড় সুপারস্টার জ্যাকি চ্যানকে সম্প্রতি টুইটারে ধন্যবাদ দিয়েছেন সালমান খান। তাই আনন্দিত সনু। 

২০১০ সালে মুক্তিপ্রাপ্ত সালমানের ‘দাবাং’ ছবির ভিলেন ছেড়ি সিং চরিত্রে অভিনয় করেন সনু সুদ। গত ১৭ জানুয়ারি সল্লু টুইটারে লিখেছেন, ‘এ ছবি (কুংফু ইয়োগা) আমার ছেড়ি সিংকে দেওয়ার জন্য ধন্যবাদ জ্যাকি চ্যান।

খুব ভালো লাগছে। ’ ছবিটির ট্রেলারও শেয়ার করেছেন তিনি।  

টুইটটি ‘রাশ আওয়ার’ তারকা জ্যাকি চ্যানের চোখ এড়ায়নি। তাই ইনস্টাগ্রামে এক ভিডিওতে ৬০ বছর বয়সী এই অভিনেতা বলেছেন, ‘নমস্তে সালমান। আমার ভাইকে নিয়ে ভারতে এসে তোমার সঙ্গে দেখা করবো। ’ এ ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে সালমানকে উদ্দেশ্য করে ক্যাপশনে সনু সুদ লিখেছেন, ‘ভারতে শিগগিরই দেখা হবে। পান্ডেজি আমরা আসছি। ’

স্ট্যানলি টঙ পরিচালিত ‘কুংফু ইয়োগা’য় বলিউডের দুই অভিনেত্রী দিশা পাটানি আর আমিরা দাস্তুরকেও দেখা যাবে। এর চিত্রায়ন হয়েছে আইসল্যান্ড ও ভারতের জয়পুরে। এ ছবিতে জ্যাকি চ্যান থাকছেন প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক চরিত্রে। দিশার চরিত্রটি ইতিহাসের ছাত্রীর। দু’জনে মিলে তিব্বতে গুপ্ত ধনদৌলত আবিষ্কারের অভিযানে নামেন।

জ্যাকি চ্যান ও সনু সুদ (ছবি: সংগৃহীত)চীনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের ভারত সফরের সময় দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির অংশ হিসেবে যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘কুংফু ইয়োগা’। আগামী ২৮ জানুয়ারি চীনে মুক্তি পাবে এটি।  

আরও পড়ুন>>>
* বলিউড স্টাইলে নাচলেন জ্যাকি চ্যান (ভিডিও)
* জ্যাকি চ্যানের ছবিতে যেভাবে দিশা

* জ্যাকি চ্যানের সঙ্গে আমিরার কুংফু

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।