ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ওস্তাদ আজিজুল ইসলামের জোড়া অ্যালবামের মোড়ক উন্মোচন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
ওস্তাদ আজিজুল ইসলামের জোড়া অ্যালবামের মোড়ক উন্মোচন ওস্তাদ আজিজুল ইসলামের পরিবেশনা, ছবি: বাংলানিউজ

ঢাকা: শাস্ত্রীয় ধারায় বংশীবাদন নিয়ে ওস্তাদ আজিজুল ইসলামের জোড়া অ্যালবাম ‘ফ্রুট রিসাটাল-১ ও ২’র মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) বেলা ১২টার দিকে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে অ্যালবাম দুটির মোড়ক উন্মোচন করেন দেশ বরেণ্য নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও টেলিভিশন ব্যক্তিত্ব ম. হামিদ। শিল্পীর একক বংশীবাদন ও সম্মাননা স্মারক প্রদর্শনীর ‍দ্বিতীয় দিনে অ্যালবামের মোড়ক উন্মোচনের এ আয়োজন করা হয়।


 
জোড়া অ্যালবামের প্রথমটিতে আছে মিশ্র খাম্বাজ, সিন্ধুরা, দরবারি কানাড়াসহ সাতটি রাগের খেলা। দ্বিতীয় অ্যালবামে আছে শিল্পীর একটি একক লাইভ শো থেকে ধারণ করা ৩৮ মিনিটের মিয়া মলহার এবং ধুন।
মোড়ক উন্মোচনে অতিথিরা, ছবি: বাংলানিউজ
শাস্ত্রীয় বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম উপমহাদেশের একজন খ্যাতিমান সুর সাধক হিসেবে পরিচিত। এশিয়া, ইউরোপ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া মহাদেশের বহু শহরেই তিনি বাঁশি শুনিয়ে শ্রোতাদের মন জয় করেছেন।

প্রায় ৫০ বছর ধরে সমুদ্রগামী জাহাজের এই ক্যাপ্টেন দেশে-বিদেশে অজস্র সম্মাননায় ভূষিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
আরএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।