ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চতুর্থ বর্ষপূর্তিতে নতুন চ্যালেঞ্জ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
চতুর্থ বর্ষপূর্তিতে নতুন চ্যালেঞ্জ এশিয়ান টিভির আয়োজনে সংবাদ সম্মেলন (ছবি: সংগৃহীত)

বিনোদন ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে নতুন আঙ্গিকে দর্শকের সামনে আসছে এশিয়ান টেলিভিশন। চতুর্থ বর্ষপূর্তির আগে রোববার (১৫ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে এসব জানিয়েছে প্রতিষ্ঠানটির কৃর্তৃপক্ষ। 

এশিয়ান টেলিভিশন ও এশিয়ান রেডিওর চেয়ারম্যান আলহাজ্ব হারুন-উর-রশিদ জানান, বিদেশি চ্যানেল ও সংস্কৃতির আগ্রাসন রোধে নিজস্ব অনুষ্ঠানের মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবে এশিয়ান টেলিভিশন।

রাজধানীর নিকেতনে অবস্থিত এশিয়ান টেলিভিশন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বার্তা বিভাগের ইনচার্জ বিপ্লব শাহরিয়ার।

আরও বক্তব্য রাখেন চ্যানেলটির অতিরিক্ত অনুষ্ঠান প্রধান রুমানা রহমান। আগামী ১৮ জানুয়ারী পঞ্চম বর্ষে পর্দাপণ করছে এশিয়ান টেলিভিশন।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭

এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।