ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তৌসিফ-স্পর্শিয়ার ‘হারালো অজানায়’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
তৌসিফ-স্পর্শিয়ার ‘হারালো অজানায়’ ‘হারালো অজানায়’ গানে তৌসিফ-স্পর্শিয়া

টিভি নাটকের এ সময়ের জনপ্রিয় জুটি তৌসিফ ও স্পর্শিয়া। ব্যক্তিজীবনেও তারা বন্ধু। এবার সেই গল্প উঠে এসেছে একটি মিউজিক ভিডিওতে। এর নাম ‘হারালো অজানায়’।

সূচির কথায় ‘হারালো অজানায়’ গানটি গেয়েছেন নাহিদ মেহেদী। সংগীত পরিচালক অদিত।

সিলেটের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে গানটির ভিডিওচিত্র। এর নির্মাতা তানিম রহমান অংশু।

১২ জানুয়ারি রাতে সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয় ‘হারালো অজানায়’। এরই মধ্যে এটি দেখেছেন প্রায় ২৩ হাজার দর্শক।  

গানটির মডেল অর্চিতা স্পর্শিয়া বলেন, ‘গানটি পছন্দ হওয়ার পর গল্পটিও মনে ধরে। ভিডিওতে প্রাণখুলে হেসেছি, ভালোবেসেছি এবং মৃত্যুর পথ থেকে বেঁচে এসেছি। সব মিলিয়ে এটা একটা সুন্দর কাজ হয়েছে। ’
অন্য মডেল  তৌসিফ বলেন, ‘হৃদয়স্পর্শী একটা গল্প আছে এখানে। গানটিও বেশ সুন্দর। ’

* ‘হারালো অজানায়’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।