ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

১০০০তম পর্বে ‘একাত্তর সকাল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
১০০০তম পর্বে ‘একাত্তর সকাল’ ‘একাত্তর সকাল’ অনুষ্ঠানের লোগো

প্রায় তিন বছর আগে থেকে প্রতিদিন সকাল সাতটায় নানান নীতি নির্ধারনী বিষয় নিয়ে একাত্তর টেলিভিশনে নিয়মিত প্রচার হচ্ছে ‘একাত্তর সকাল’। রোববার (৮ জানুয়ারি) থাকছে এর ১০০০তম পর্ব।  

শুরু থেকেই সংবাদ শিরোনামের পাশাপাশি দৈনিক প্রকাশিত জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রধান প্রধান খবর, খবরের পর্যালোচনা ও জনসাধারণের মতামত নিয়ে সাজানো হচ্ছে ‘একাত্তর সকাল’। এ ছাড়া থাকে বিশেষ ব্যক্তিবর্গের সাক্ষাৎকার, প্রতিদিনের আবহাওয়ার খবর ছাড়াও নানান আয়োজন।

এর সঙ্গে যুক্ত করা হয়েছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক ও অর্থনৈতিক সমসাময়িক সমস্যা ও সমাধান নিয়ে পর্যালোচনা। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন একাত্তর টেলিভিশনের সিনিয়র বার্তা প্র্রযোজক মাজহারুল ইসলাম মাসুম। উপস্থাপনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক শবনম আজিম, অভিনেত্রী বন্যা মির্জা ও তাজিন আহমেদ।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।