ব্যক্তিগত উড়োজাহাজের মালিক হলেন জাস্টিন বিবার! এবারের বড়দিনে নিজেই নিজেকে এটি উপহার দিয়েছেন তিনি। বিমানের ভেতরে বসে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ২১ বছর বয়সী কানাডিয়া এই পপতারকা লিখেছেন, ‘বড়দিনের জন্য নতুন জেট।
জাস্টিনের দেওয়া আরেকটি ছবিতে বিমানের বিলাসবহুল অন্দরসজ্জা দেখা গেছে। ক্রিম রঙা লেদারের আসনের ওপর রাখা সোনালি রঙা বালিশ রাখা আছে সেখানে। দেখে মনে হবে চকচকে কোনো হোটেলের ঘর বুঝি!

undefined
ইনস্টাগ্রামে দুই কোটি আর টুইটারে ৫ কোটি ৮০ লাখ অনুসারী আছে বিবারের। সবার উদ্দেশ্য গান থেকে বিশেষ কারণে সংক্ষিপ্ত বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন বিবার। শোনা যাচ্ছে, নতুন প্রেমিকা ২৮ বছর বয়সী হেইলি ব্যাল্ডউইনের সঙ্গে একান্তে কিছুদিন সময় কাটাতেই তার এই সিদ্ধান্ত। দু’জনে সেদিন নিউইয়র্ক সিটির এক অভিজাত রেস্তোরাঁয় একসঙ্গে নৈশভোজ করেছেন। নতুন ইংরেজি নববর্ষেও তারা পাশাপাশি থাকবেন বলে গুঞ্জন উঠেছে।
বাংলাদেশ সময় : ১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪