ঢাকা, শনিবার, ২৮ চৈত্র ১৪৩১, ১২ এপ্রিল ২০২৫, ১৩ শাওয়াল ১৪৪৬

বিনোদন

আচমকা ম্যাডোনার আধ-ডজন গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪
আচমকা ম্যাডোনার আধ-ডজন গান ম্যাডোনা

চমকে দিলেন ম্যাডোনা। আচমকা নিজের নতুন অ্যালবামের ছয়টি নতুন গান প্রকাশ করে ফেললেন মার্কিন এই পপসম্রাজ্ঞী।

তিন দশকের সংগীতজীবনে এমন চমক কখনও দেখাননি ম্যাডোনা।

এগুলো হলো ম্যাডোনার আগামী স্টুডিও অ্যালবাম ‘রেবেল হার্ট’-এর গান। ‘রেবেল হার্ট’-এর বাংলা করলে দাঁড়ায় বিদ্রোহী মন। গত সপ্তাহে তার গান ফাঁস হওয়ার যে ঘটনা ঘটেছে তাতে মনে হচ্ছে, একরকম বিদ্রোহী মনোভাব নিয়েই আগাম হাফ-ডজন গান বের করে ফেললেন তিনি।

undefined


যদিও ৫৬ বছর বয়সী এই তারকা জানিয়েছেন, বড়দিন উপলক্ষেই শ্রোতাদের কাছে ছয়টি গান নিয়ে হাজির হয়েছেন তিনি। রাগ কিংবা পরিকল্পনা করেই হোক, ভুল করেননি ম্যাডোনা। তার নতুন গানগুলো ৪১টি দেশের টপচার্টে এক নম্বরে আছে। আইটিউন্সে দেদারসে বিক্রি হচ্ছে এগুলো।

গানগুলোর শিরোনাম হলো- ‘লিভিং ফর লাভ’, ‘ডেভিল প্রে’, ‘গোস্টটাউন’, ‘আনঅ্যাপোলোজেটিক বিচ’, ‘ইল্যুমিনাটি’ এবং ‘বিচ আই অ্যাম ম্যাডোনা’। এর মধ্যে ‘লিভিং ফর লাভ’ আগামী বছরের ভালোবাসা দিবসে বাজারে আনার ইচ্ছা ছিলো তার। আর পুরো অ্যালবাম প্রকাশের পরিকল্পনা ছিলো মার্চে।

সম্প্রতি ম্যাডোনার স্বদেশি বিয়ন্স নোলসও সবাইকে চমকে হুট করেই নতুন স্টুডিও অ্যালবাম বাজারে নিয়ে আসেন।

আগাম গান প্রকাশ প্রসঙ্গে ম্যাডোনা বলেছেন, ‘আমার নতুন গানের অসম্পূর্ণ সংস্করণ চারদিকে ফাঁস হয়ে যাচ্ছিলো। এতে শ্রোতারা প্রতারিত হচ্ছেন। তাই তাদের হাতে পরিপূর্ণ সংস্করণ তুলে দিতেই এ সিদ্ধান্ত নিয়েছি। এ ছয়টি গানকে বড়দিনের আগাম উপহার হিসেবে ধরে নিন। ’

* ম্যাডোনার নতুন একটি গানের অডিও :

বাংলাদেশ সময় : ২১০১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।