ঢাকা, বৃহস্পতিবার, ৪ বৈশাখ ১৪৩২, ১৭ এপ্রিল ২০২৫, ১৮ শাওয়াল ১৪৪৬

বিনোদন

অপি করিমের মুম্বাই অভিযান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪
অপি করিমের মুম্বাই অভিযান অপি করিম/ছবি : নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অপি করিম মুম্বাইয়ে। ঘুরতে নয়, কাজেই গিয়েছিলেন তিনি।

এই কাজ আবার তার স্থাপত্যবিদ্যা-সংক্রান্ত নয়। সেখানেও ছিলো লাইট, ক্যামেরা, অ্যাকশন। তবে কি দেশের অপি অভিনয়ে এবার আন্তর্জাতিক হয়ে উঠলেন? ফেসবুকে ‘শুটিং ইন মুম্বাই’ ক্যাপশনে জনপ্রিয় এই অভিনেত্রীর কয়েকটি ছবি দেখে অনেক ভক্তের মনে এমন প্রশ্ন উঁকি দিয়েছে। ছবিগুলোতে লাল পোশাকে অপিকে বেশ প্রাণবন্ত আর হাসিখুশি লেগেছে।

মুম্বাইয়ে অপি গিয়েছেন ঠিকই, ক্যামেরার সামনেও দাঁড়িয়েছেন। তবে নাটক কিংবা চলচ্চিত্রের জন্য নয়, বিজ্ঞাপনচিত্রের জন্য। এ মাসের মাঝামাঝি এর দৃশ্যধারণ হয় সেখানে। এটি নির্মাণ করেছেন শাহরিয়ার শাকিল। চিত্রগ্রহণ করেছেন ভারতের রাজেশ রাঠোড়। কোরিওগ্রাফি করেছেন জেসমিন ওজা।

undefined


সবকিছু তো জানা হলো, পণ্যটি কীসের? নির্মাতা শাহরিয়ার শাকিল এখনই সেটা ফাঁস করতে নারাজ। আরেকটু সবুর করতে বলে রেখেছেন তিনি।

undefined


বাংলাদেশ সময় : ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।