ঢাকা, রবিবার, ১৩ বৈশাখ ১৪৩২, ২৭ এপ্রিল ২০২৫, ২৮ শাওয়াল ১৪৪৬

বিনোদন

অস্ত্র হাতে আসছেন বিপ্লব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪
অস্ত্র হাতে আসছেন বিপ্লব ‌‘গেম’ ছবির দৃশ্যে অমৃতা ও বিপ্লব

ডেডলাইন ২ জানুয়ারি। প্রমিথিউস ব্যান্ডের বিপ্লব আসছেন নতুন রূপে।

তার হাতে এতদিন গিটার ছিলো। গিটারের তারে আঙুল রেখেছেন, সুরে-তালে মেতেছে দর্শক। এবার তিনি হাতে তুলে নিয়েছেন চকচকে পিস্তল। গিটার নয়, এবার ট্রিগারে আঙুল রাখবেন এই রকতারকা। তার তান্ডবে ধ্বংসলীলা ঘটবে ঘটনাস্থলেই!

বিপ্লবের কণ্ঠ এবার আর সুরেলা নয়, কর্কশ। ভারী গলায় দাম্ভিক, কলিজা কাঁপানো সংলাপ। তিনি অপরাধ জগতের মানুষ। ফিল্মি ভাষায় ‘ভিলেন’। এই খল চরিত্রে বিপ্লব অভিনয় করেছেন ‘গেম’ চলচ্চিত্রে। এবারই প্রথম বড় পর্দার জন্য অভিনয় করলেন তিনি।

undefined



রয়েল-অনিক পরিচালিত ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়ে গেছে। এটি মুক্তি পাচ্ছে নতুন ইংরেজি বছরের ২ জানুয়ারি। শুধু অভিনয় নয়, ছবিটির শিরোনাম-সংগীতের সুর-সংগীত পরিচালনা করেছেন এবং গেয়েছেন বিপ্লব।

‘গেম’ ছবিতে আরও আছেন নিরব, অমৃতা, ইরফান খান, মুকিত প্রমুখ। এর কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া শৌখিন।

বাংলাদেশ সময় : ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।