ঢাকা, রবিবার, ১৬ চৈত্র ১৪৩১, ৩০ মার্চ ২০২৫, ২৯ রমজান ১৪৪৬

বিনোদন

শুটিংয়ে আহত বরুণ ধাওয়ান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
শুটিংয়ে আহত বরুণ ধাওয়ান বরুণ ধাওয়ান

শুটিংয়ে আহত হয়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। বরুণ নিজেই ইনস্টাগ্রাম হ্যান্ডলে এই খবর জানিয়েছেন।

২২ মার্চ থেকে ভারতের উত্তরাখন্ডের হৃষিকেশে নতুন সিনেমা ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ সিনেমার শুটিং শুরু করেছেন। শুটিং শুরুর পঞ্চম দিনে জানা গেল, বরুণের আহত হওয়ার খবর।

ইনস্টাগ্রামে বরুণের পোস্টের নিচে তার অনেক ভক্ত চোটের বিস্তারিত জানতে চেয়েছেন। কেউ আবার তার দ্রুত সেরে ওঠার জন্য প্রার্থনা করেছেন। তবে বরুণ এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এই নায়ক।

‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ সিনেমাতে বরুণের সঙ্গে আছেন দক্ষিণী তারকা পূজা হেগড়ে। এর আগে নায়িকার সঙ্গে ছবি দিয়ে অভিনেতা লেখেন, ‘হৃষিকেশে দুর্দান্তভাবে শুটিং শুরু হলো। ’

জানা গেছে, নব্বই দশকের জনপ্রিয় একটি হিন্দি সিনেমার প্রেরণায় নির্মিত হচ্ছে বরুণ এই সিনেমা। রমেশ তিওয়ারি প্রযোজিত এ সিনেমায় আরও অভিনয় করছেন ম্রুণাল ঠাকুর ও দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। গেল বছর জুনে সিনেমাটির প্রথম কিস্তির শুটিংয়ে অংশ নেন বরুণ।

এদিকে, বরুণকে শিগগিরই পর্দায় দেখা যাবে ‘সানি সংস্কারি কী তুলসী কুমারী’ সিনেমায়। এতে তার বিপরীতে দেখা মিলবে জাহ্নবী কাপুরকে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।