ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিনোদন

বছরের প্রথম দিনেই ‘স্বৈরাচারী অঞ্জনা’ নিয়ে ফিরছেন মনির খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৫
বছরের প্রথম দিনেই ‘স্বৈরাচারী অঞ্জনা’ নিয়ে ফিরছেন মনির খান মনির খান

ঢাকা: ‘অঞ্জনা’ সিরিজের গান দিয়ে সারা দেশে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন মনির খান। সেই ধারাবাহিকতায় নতুন বছরের প্রথম দিন ‘স্বৈরাচারী অঞ্জনা’ শিরোনামের নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি।

বিষয়টি গায়ক নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বুধবার (০১ জানুয়ারি) গায়কের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে নতুন গানটি।
 
‘আমার জীবন যদি দেশ হয় তার, তুই যে প্রধানমন্ত্রী... অঞ্জনা’- এমন কথায় ‘স্বৈরাচারী অঞ্জনা’ শিরোনামে গানটির কথা লিখেছেন ও সুর করেছেন খ্যাতিমান গীতিকার ও সংগীত পরিচালক মিল্টন খন্দকার। সঙ্গীত আয়োজন করেছেন বিনোদ রায়। এরই মধ্যে এর মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে।  

প্রতিবার নতুন বছরের প্রথম দিন ‘অঞ্জনা’ শিরোনামে গান প্রকাশ করে আসছেন মনির খান। সেই ধারাবাহিকতায় এবারও নতুন গান নিয়ে ফেরা তার। তবে এবার ব্যতিক্রমী এক অঞ্জনাকে তুলে ধরা হয়েছে নতুন গানটিতে।

মনির খান বলেন, এবার একটু ভিন্ন ধারায় অঞ্জনা গান তৈরি করেছি। বর্তমান পরিস্থিতি এবং অঞ্জনার চারিত্রিক বিষয়গুলো মিল রেখেই সৃষ্টি করা হয়েছে এই গানটি। শ্রোতারা তো বরাবরই আমার গান শোনেন, গান শুনে আমাকে ভালোবেসেছেন, হৃদয়ে জায়গা করে দিয়েছেন বলেই আমি আজ এখানে এসেছি। এ কারণেই দীর্ঘদিন ধরে সংগীতের সঙ্গে চলতে পারছি।

এ গায়ক আরও বলেন, আশা করছি এবারের ‘অঞ্জনা’র স্বাদ একদমই ভিন্ন ধাঁচের হবে। এ শিরোনামে তো অনেক গান করেছি। প্রতিটি গানেই নিজের সেরাটা দিয়েছি। তবে এবারের গানটি নিয়ে কিছু না বললেই নয়। এবার শ্রোতাদের কাছে জোর গলায় বলছি এ কারণে যে, এবারের অঞ্জনায় যেমন ব্যতিক্রমী ধাঁচ ও স্বাদ রয়েছে, একইসঙ্গে শ্রোতারা মজা পাবেন।

প্রসঙ্গত, ১৯৯৬ সালে মনির খানের প্রথম অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’-এ প্রথমবারের মতো প্রকাশ পায় ‘অঞ্জনা’ শিরোনামের গান। ওই সময় গানটি প্রকাশ হওয়ার পর দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর থেকে প্রায় সব অ্যালবামেই জায়গা করে নিয়েছে ‘অঞ্জনা’ শিরোনামের গান।  

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৫ 
এনএটি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।