ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিয়ে করলেন ‘বাজে স্বভাব’র গায়ক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
বিয়ে করলেন ‘বাজে স্বভাব’র গায়ক স্ত্রীর সঙ্গে রেহান রাসুল

‘কথা হবে, দেখা হবে/ প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসা-আসি আর হবে না’- এমন কথামালায় সাজানো গানের শিরোনাম ‘বাজে স্বভাব’। গানটি দিয়ে সবার নজর কাড়েন গায়ক রেহান রাসুল।

৬ বছর আগে প্রকাশিত গানটির ইতোমধ্যেই ইউটিউবে ৫৩ মিলিয়নের কাছাকাছি ভিউ হয়েছে। এরপর রেহান কণ্ঠ দিয়েছেন বেশ কিছু গানে। যা শ্রোতামহলে হয়েছে প্রশংসিতও।

এবার নতুন গানের খবর নয়, শিল্পী জানালেন বিয়ে করেছেন তিনি। শুক্রবার (৭ ডিসেম্বর) রাতে বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন রেহান রাসুল। স্ত্রীর সঙ্গে একটি স্থিরচিত্র ফেসবুকে প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘বিয়ে করেছি, শক খাইয়েন না, ঘটনা সত্য। ’

জানা গেছে, রেহান রাসুলের স্ত্রীর নাম সাদিয়া ইসলাম। পরিবারের সবাই তাকে বৃষ্টি নামে ডাকেন। আর রেহানের লালমাটিয়ার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

রেহানের কথায়, এক বছরের প্রেম আমাদের। পরিচয় ২০১৬ সালে। একসঙ্গে আমরা তখন এবিসি রেডিওতে কাজ করেছি। বৃষ্টি তখন ছয়-সাত মাস কাজ করেছিল প্রযোজক হিসেবে। তখন অবশ্য ওর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল না। ছিল শুধু বন্ধুত্ব। ২০২৩-এ এসে আমাদের আরেকটা আড্ডা হওয়া শুরু করে। ২০২৪ এর শুরু থেকে প্রেম। তারপর বিয়ে করে ফেললাম।

তিনি আরও বলেন, সব সময় সবাইরে বলে আসছি, জীবনেও বিয়ে করব না। বলার কারণ, এ রকম মানুষ পাব কোনো দিন চিন্তাও করি নাই। আমি চেয়েছিলাম, যে মানুষটা আমাকে আমার মতন রাইখা ভালোবাসবে। আমাকে বদলাইয়ে ফেলবে না। বলবে না যে ‘তুমি এমন হও, আমার এমন স্বামী লাগবে। ’ আমাকে সবাই যেভাবে চেনে- বাজে স্বভাব, ছন্নছাড়া, মুখের ওপর কথা বলে দেওয়া ছেলেটা, এই মানুষটাকে সে ভালোবাসে।

গায়ক জানান, সাদিয়া ইসলামের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে সম্প্রতি। গতকাল সেই সুখবরটি প্রকাশ্যে এনেছেন শুধু।

এর কারণ প্রসঙ্গে রেহান বলেন, আমরা বিয়েতে কোনো অনুষ্ঠান করিনি। আত্মীয়-স্বজন কাউকে জানানোও হয়নি। দুই পরিবারের অভিভাবকপর্যায়ে মাত্র কয়েকজন উপস্থিত ছিলেন। গতকাল মনে হয়েছে কাকে আলাদা করে জানাব, কাকে আয়োজন করে জানাব, কে আবার মন খারাপ করবে, কে অভিমান করবে- এসব চিন্তা করতে করতে মনে হলো, বিয়ের খবরটা এবার জানিয়ে দেওয়া উচিত। তাই ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়ে দেওয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, রেহান রাসুলের গাওয়া প্রথম গান ‘বাজে স্বভাব’। এর সংগীতে ছিলেন পৃথ্বীরাজ। আর প্রথম সিনেমায় গেয়েছেন ‘নেটওয়ার্কের বাইরে…’র ‘রূপকথার জগতে’ গানটি। আর সবশেষ ‘প্রিয়তমা’ সিনেমায় ‘গভীরে’ ও ‘তুফান’-এ ‘আসবে আমার দিন’ গানে কণ্ঠ দিয়েছেন রেহান রাসুল।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।